নিউজ পোল বিনোদন ব্যুরো : ‘পুষ্পা শির্ফ এক নাম নেহি, পুষ্পা মতলব ব্র্যান্ড’ — সিনেমা প্রেমী মানুষরা এখন ‘পুষ্পা-২’ তে মজে আছে। আর তাঁরই মাঝে শোনা গেল এক দুঃসংবাদ। পুষ্পার শ্রীভাল্লি এখন জিমে শরীরচর্চা করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন। তা নিয়ে দুশ্চিন্তায় তাঁর অনুরাগীরা। চোটের কারণে তাঁর আসন্ন সিনেমা ‘সিকন্দর’-এর শুটিং আপাতত বন্ধ।
রশ্মিকার ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, জিমে শরীরচর্চা করার সময় তার পায়ে গুরুতর আঘাত লাগে। তাঁর শুটিং এখন বন্ধ রয়েছে। বর্তমানে তিনি বিশ্রামে রয়েছেন। চিকিৎসকের পরামর্শ মেনেই তিনি কিছুদিনের জন্য কাজ থেকে বিরতি নিয়েছেন। তবে শীঘ্রই তিনি সুস্থ হয়ে উঠবেন এবং শুটিংয়ে ফিরবেন।
রশ্মিকার আসন্ন ছবি ‘সিকন্দর’-এর শুটিং গত বছর জুন মাস থেকে শুরু হয়েছিল। এই ছবিতে রশ্মিকার বিপরীতে দেখা যাবে সালমান খানকে। এই ছবির বেশ কিছু শুটিং হায়দরাবাদে হয়ে গিয়েছে। রশ্মিকার চোটের কারণে সাময়িকভাবে শুটিং বন্ধ থাকলেও ছবির পরিচালক এআর মুরুগাদোস তাঁর প্রোডাকশনের অন্যান্য কাজ চালিয়ে যাচ্ছেন। সব কিছু ঠিক থাকলে ২০২৫এ ঈদের সময় মুক্তি পাবে এই ছবি। এই ছবিতে রাসমিকা ও সালমান খান ছাড়াও রয়েছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, অনন্ত মহাদেবান, প্রতীক বব্বর, নোবা শাহ সহ আরও অনেকেই।
‘সিকান্দার’ ছাড়াও রশ্মিকার ঝুলিতে আরও অনেক ছবি হাতে আছে। ন্যাশনাল ক্রাসকে আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘থামা’ ছবিতে এবং ভিকি কৌশলের সঙ্গে ‘ছাভা’ ছবিতে দেখা যাবে। রাসমিকা তাঁর ভক্তদের আশ্বস্থ করেছেন। তিনি তাঁর ভক্তদের উদ্দেশ্যে বলেন, তিনি দ্রুত সুস্থ হয়ে শুটিংয়ে ফিরবেন। তাঁর সুস্থতা ও দ্রুত আরোগ্য সমাজমাধ্যমে কামনা করে তাঁর ভক্তরা।