নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার বিকেলে আচমকাই তৃণমূল কংগ্রেস দলীয় সূত্রে জানা গেল দলের দুই নেতা তথা কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। তাঁরা হলেন বিশিষ্ট চিকিৎসক তথা প্রাক্তন সংসদ শান্তনু সেন ও ভাঙড়ের প্রাক্তন বিধায়ক তথা নেতা আরাবুল ইসলাম। এদিন সন্ধ্যায় দলের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার এই খবর জানান।
দলীয় সূত্রে জানা গিয়েছে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁদের দুজনের বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ নেওয়া হল। দল বিরোধী কাজের জন্য এর আগেও আরাবুল ইসলামকে ছয় বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়েছিল। পরে দলনেত্রী তাঁর সাসপেনশন প্রত্যাহার করে তাঁকে দলে ফিরিয়ে নেওয়ার কথা ঘোষণা করেন। যার ফলে গত পঞ্চায়েত ভোটে দাঁড়িয়ে পঞ্চায়েত সমিতির সদস্য হিসেবে নির্বাচিত হন আরাবুল ইসলাম।
কিন্তু সাম্প্রতিক কালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার সঙ্গে প্রকাশ্যেই তাঁর দ্বন্দ্ব দল ভালো চোখে মেনে নেয়নি। তাঁকে বারবার সতর্কও করা হয়েছিল কিন্তু আরাবুল তাতে কর্ণপাতও করেননি। তার ফলশ্রুতিতেই দলের তরফে এই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। অপরদিকে আরজি কর কাণ্ড নিয়ে শান্তনু সেন মুখ খোলায় কিছুটা হলেও ব্যাকফুটে চলে যায় শাসক দল। শান্তনু সেনের প্রকাশ্যে নানা ধরনের মন্তব্য দলকে এক অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। যার ফলে আজ এই দুজনের বিরুদ্ধে এই পদক্ষেপ নিতে বাধ্য হল দল।