বাঘের গায়ে বার্ড ফ্লু

দেশ

নিউজ পোল ব্যুরো: বার্ড ফ্লু’র আতঙ্ক এখন নাগপুরে। মহারাষ্ট্রের বনমন্ত্রী গণেশ নায়েক জানান সম্ভবত বার্ড ফ্লু-তে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে নাগপুর জেলার চন্দ্রপুরের গোরেওয়ারা রেসকিউ সেন্টারের তিনটি বাঘ ও একটি লেপার্ড। বনমন্ত্রী আরও জানান, বার্ড ফ্লু-তে আক্রান্ত কোনো মুরগির মাংস খেয়ে মৃত্যু হয়েছে তাদের। তবে এখনও নিশ্চিত ভাবে তিনি কিছু জানাননি। বার্ড ফ্লু-তে মৃত্যু নাকি অন্য কোন কারণ তা স্পষ্ট হবে ল্যাবরেটরি রিপোর্ট আসার পরেই।

ওই রেসকিউ সেন্টারে গত মাসে চারটে বাঘের মৃত্যু হয়। কি কারণে তাদের মৃত্যু হল তা জানার জন্য মৃত বাঘগুলোর লালার নমুনা ভোপালে পাঠানো হয়। রিপোর্ট আসে ২ জানুয়ারি। গোরেওয়ারা প্রজেক্টর ডিভিশনাল ম্যানেজার শতনিক ভগত জানিয়েছেন, মৃত বাঘগুলি বার্ড ফ্লু–তে আক্রান্ত ছিল বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। এই পরিস্থিতিতে চিড়িয়াখানার দায়িত্বে থাকা আধিকারিকদের সতর্কতামূলক ব্যবস্থা নিতে এবং কেন্দ্রীয় ও রাজ্য নির্দেশিকা মেনে সেন্টারটিকে জীবাণুমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সতর্কতার অংশ হিসেবে আপাতত গোরেওয়াড়া রেসকিউ সেন্টারটি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, সেন্টারে বাঘগুলিকে কী ধরনের খাবার দেওয়া হয়েছিল, তা দ্রুত খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। বনমন্ত্রী জানিয়েছেন, ‘ল্যাবের রিপোর্ট এখনও হাতে এসে পৌঁছায়নি। তবে প্রাথমিক পরীক্ষার পরে মনে করা হচ্ছে, বার্ড ফ্লু–তে আক্রান্ত মুরগির মাংস খাওয়ার ফলেই এই প্রাণীগুলির মৃত্যু হয়েছে। এই বিষয়ে বিস্তারিত তদন্ত করা হচ্ছে এবং রেসকিউ সেন্টারের কর্মীরা মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিশদে জানাতে পারবেন।’