নিউজ পোল ব্যুরো: ট্রেনের ভেতরেই ভয়ঙ্কর কাণ্ড! যাত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ ট্রেনের মধ্যেই। মাটিতে ফেলে ওই যাত্রীর পেটে ও বুকে লাথি মারা হয়। মদ্যপ অবস্থায় টিটির ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে অমৃতসর কাটিহার এক্সপ্রেসে। আক্রান্ত ব্যক্তির নাম মাজিবল উদ্দিন। পেশায় ট্রাক ড্রাইভার।
জানা গিয়েছে, টিটি এবং কোচ অ্যাটেনডেন্ট এই দুই কর্মীর সঙ্গে ওই যাত্রী মদ্যপান করছিলেন। মদ্যপানের পরই ওই যাত্রী মহিলাদের সঙ্গে অসভ্যতা শুরু করেন। যাত্রীরা প্রতিবাদ করেন এবং টিটি ডাকেন। টিটি রাজেশ কুমার এলে বাঁধা দিতে যাওয়ায় ওই মদ্যপ ব্যক্তি তাঁর ওপর চড়াও হয়। মেজাজ হারিয়ে তাঁকে বেধড়ক মারধর করেন টিটি এবং কোচ অ্যাটেনডেন্ট।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, টিটি ও কোচ অ্যাটেনডেন্ট অভিযুক্তকে ধরে এলোপাথাড়ি মারধর করছে। একজন যাত্রীকে মেঝেতে চেপে ধরে। আরেকজন বেল্ট দিয়ে মারতে থাকে। গোটা ঘটনা কেন্দ্র করে তুমুল শোরগোল পড়ে যায়। ঘটনাস্থলে আসেন রেলওয়ে পুলিশ। আটক করা হয়েছে টিটিকে। আর ওই মদ্যপ ব্যক্তিকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়।
ট্রেন যাত্রীদের অভিযোগ, কোচ অ্যাটেনডেন্ট ওই যাত্রীর কাছ থেকে ঘুষ নিয়েছিলেন। তারপর তিনি তাঁদের সাথেই বসে মদ্যপান করেন। কিন্তু অভিযুক্ত যাত্রী মদ্যপান ও মহিলা যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করলে কোচ অ্যাটেনডেন্ট নিজেই টিটিকে ফোন করেন। ওই যাত্রী টিটিকে মারধর করেন বলে অভিযোগ। যাত্রীদের অভিযোগের ভিত্তিতে ট্রেনের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে। সাসপেন্ড করা হয়েছে টিটি এবং দুই কোচ অ্যাটেনডেন্টকে।