গুগলি তোলাকে কেন্দ্র করে কাটারি বন্দুক

জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, হুগলি: সাহাগঞ্জে পুকুর থেকে গুগলি তোলাকে কেন্দ্র করে ভয়াবহ ঘটনা। শনিবার পুকুরের পাড় নোংরা করার অভিযোগে প্রতিবেশীর গুলিতে গুরুতর আহত হলেন মা ও ছেলে। ঘটনাটি ঘটেছে সাহাগঞ্জ ঝাঁপ পুকুর এলাকায়। আহতদের চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রের খবর, শনিবার দুপুরে সুরজিৎ বসু নামে এক ব্যক্তি তাঁর হাঁসের জন্য বাড়ির সামনের পুকুর থেকে গুগলি তুলে তা পুকুরের পাড়ে পরিষ্কার করছিলেন। এই নিয়ে প্রতিবেশী সুনীল দেবনাথের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। সুনীল অভিযোগ করেন, পুকুরের পাড় নোংরা হচ্ছে। সুরজিৎ জায়গাটি ধুয়ে দেওয়ার আশ্বাস দিলেও তাতে কান দেননি সুনীল। এরপর সুনীল প্রথমে সুরজিতকে ধাক্কা মেরে পুকুরে ফেলে দেন। পুকুর থেকে উঠতেই তাঁকে কাটারি নিয়ে তাড়া করেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে, সুরজিতের মা নমিতা বসু ছেলেকে বাঁচাতে এগিয়ে আসেন। তখনই সুনীল নিজের বাড়ি থেকে দো-নলা বন্দুক বের করে এনে গুলি চালায়। এতে মা ও ছেলে দু’জনেই আহত হন।

স্থানীয়রা তৎক্ষণাৎ নমিতা ও সুরজিতকে উদ্ধার করে চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আইসি, এসিপি এবং ডিডির নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে। পুলিশ এরইমধ্যে অভিযুক্ত সুনীল দেবনাথকে আটক করেছে এবং তাঁর ব্যবহৃত দো-নলা বন্দুকটি বাজেয়াপ্ত করেছে। আহত মা-ছেলের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল জানিয়েছে।