নিখোঁজ থাকার আটদিন পর উদ্ধার ছাত্রীর মৃতদেহ

জেলা

নিজস্ব প্রতিনিধি,মালদা: দীর্ঘ আটদিন নিখোঁজ, গঙ্গার ঘাট থেকে উদ্ধার ইঞ্জিনিয়ারিং ছাত্রীর পচা গলা মৃতদেহ। এমনই এক আশ্চর্য ঘটনা ঘটল মালদার হরিশ্চন্দ্রপুর থানার বারদুয়ারি এলাকায়। প্রতিদিনের মতো সেদিনও ট্রেনে করে কলেজ যাচ্ছিল মেয়েটি। তবে সেদিন বাড়ি আর ফেরা হলো না তাঁর। সূত্রের খবর, ট্রেনে করে কলেজ যাওয়ার পথে বেরিয়ে দীর্ঘ আট দিন নিখোঁজ থাকার পর ফারাক্কার গঙ্গা ঘাট থেকে উদ্ধার ইঞ্জিনিয়ারিং ছাত্রীর পচা গলা দেহ।

জানা গিয়েছে, মালদার হরিশ্চন্দ্রপুর থানার বারদুয়ারি এলাকার বাসিন্দা দীপ্তি ভগত (২০)।গত রবিবার বাড়ি থেকে বের হন কলেজ যাওয়ার উদ্দেশ্যে। কুলিক ট্রেনে করে যাওয়ার কথা ছিল রামপুরহাট।তারপর সেখান থেকে দুমকায় কলেজে যেত। মালদা টাউন স্টেশন পর্যন্ত বাড়ির সঙ্গে ফোনে কথা হয়। কিন্তু তারপর নিখোঁজ। ফারাক্কা স্টেশনের সিসিটিভি থেকে দেখা যায় সেখানে ট্রেন থেকে নেমে বেরিয়ে যায় এই ছাত্রী। এনটিপিসি নেতাজি সেতু থেকে উদ্ধার হয় তার ব্যাগ এবং মোবাইল। কিন্তু তারপর আর কোন খোঁজ ছিল না।

শুক্রবার রাতে তার পরিবারে অচেনা একটি নাম্বার থেকে মেসেজ আসে ২ লক্ষ টাকা মুক্তিপণের। মেসেজ আসার একদিনের মধ্যেই ফারাক্কার শংকরপুর ঘাট থেকে উদ্ধার দেহ। মৃত্যুর কারণ নিয়ে দানা বাঁধছে রহস্য। ছাত্রীর মৃত্যুতে শোকাহত তার পরিবার। এটা আত্মহত্যা, খুন, নাকি অন্য কিছু রহস্য জড়িয়ে রয়েছে তা তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।