দড়ির গোডাউনে ভয়াবহ আগুন

জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ১২ জানুয়ারি যুব দিবসের দিনে হাওড়ার ডোমজুড়ের পাকুরিয়া মোড়ের কাছে একটি দড়ির গোডাউনে ভয়াবহ আগুন লাগে। রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ গোডাউনটিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এই আগুনের জেরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। আশেপাশে আরও বেশ কয়েকটি কারখানা থাকায় আতঙ্ক আরও বৃদ্ধি পায়।গোডাউনের কর্মীরা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয় এবং আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর স্থানীয় ডোমজুড় থানায় ও দমকল দপ্তরে খবর দেওয়া হয়। খবর পেয়ে ডোমজুড় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। একইসঙ্গে দমকলের তিনটি ইঞ্জিনও ঘটনাস্থলে আসে। তবে আগুনের দাপট এতটাই বেশি ছিল যে আরও তিনটি ইঞ্জিন পাঠানো হয়। মোট ছয়টি দমকলের ইঞ্জিন ও কর্মীদের নিরলস প্রচেষ্টায় তিন ঘণ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। সূত্রের খবর, আগুন নিয়ন্ত্রণের পর ঠান্ডা করার কাজ শুরু করা হয়েছে। তবে এই ঘটনায় গোডাউনটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। ফলে বিশাল পরিমাণ আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকেই আগুন লাগার কারণ বলে অনুমান করা হচ্ছে। তবে দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগার সঠিক কারণ তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।স্থানীয় বাসিন্দা কালিপদ খাড়া জানান, ‘সকাল দশটা দশ নাগাদ তিনি আগুন লাগার খবর পান। এরপর সঙ্গে সঙ্গে থানা ও দমকল দফতরে খবর দেওয়া হয়। আগুন লাগার সময় গোডাউনের ভেতরে কর্মীরা কাজ করছিলেন। এই ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে স্থানীয় বাসিন্দারা দমকল কর্মীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আগুন নেভানোর কাজে সাহায্য করেন।’ দমকল আধিকারিক সোমনাথ প্রামাণিক জানান, ‘আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বালি ও আলমপুর থেকে দুটি ইঞ্জিন পাঠানো হয়। আগুনের ভয়াবহতা বুঝে আশেপাশের স্থান থেকে আরও চারটি ইঞ্জিন আনা হয়। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।’