নিউজ পোল ব্যুরো: শীতকালীন পিঠে পুলি উৎসব এই সময়ের অন্যতম আকর্ষণ। পিঠে পুলি উৎসব এবং পৌষ পার্বণ মেলা নানা জায়গায় আয়োজিত হয়। এরইমধ্যে কালনার পুরাতন বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত খাদ্য ও পিঠে পুলি উৎসব সবার নজর কেড়েছে। তবে উৎসবের শেষ দিনে রবিবার ঘটে একটি দুঃখজনক ঘটনা। অতিরিক্ত ভিড়ের কারণে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যার ফলে অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর, এবং তাঁরা বর্তমানে চিকিৎসাধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জও করতে বাধ্য হয়।
কালনায় তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগের উদ্যোগে কয়েকদিন ধরে পিঠে পুলি মেলা চলছে। রবিবার ওই মেলায় মুম্বাইয়ের এক সংগীত শিল্পীর অনুষ্ঠান ছিল, যা দেখতে অনেক মানুষ ভিড় জমিয়েছিলেন। অনুষ্ঠানটি দেখতে মাঠে প্রবেশ করতে গিয়ে শুরু হয় ঠেলাঠেলি, যার ফলে ভিড় নিয়ন্ত্রণে লাঠি উঁচিয়ে আসে পুলিশ। এই ঠেলাঠেলিতে অনেকেই পড়ে গিয়ে আহত হন, তাঁদের মধ্যে বেশিরভাগই মহিলা ছিলেন। উল্লেখ্য, শুধু এবছর নয়, আগের বছরও পিঠে-পুলি উৎসবের সময় পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছিল। সে সময়ও ভিড়ের মধ্যে ঠেলাঠেলিতে অনেকেই আহত হন। রবিবারের ঘটনায় সেই একই পরিস্থিতি পুনরায় সৃষ্টি হয়।
অনুষ্ঠান শেষে বিধায়ক দেবপ্রসাদ বাগ আহতদের দেখতে হাসপাতালে যান। বিধায়কের মতে, “বারবার মাইকে প্রচার করা হচ্ছিল যে মাঠের ভিতরে প্রবেশ না করতে, গেটও বন্ধ করে দেওয়া হয়েছিল, তবে বাইরের মানুষের প্রবেশ ঠেকানো যাচ্ছিল না। মাঠের ভিতরে প্রচুর মহিলা ভিড় করেছিল, তাঁদের সরানো যাচ্ছিল না। মাঠের বাইরে ভিড়ের মধ্যে হুড়োহুড়ির কারণে বেশ কিছু লোক আহত হয়েছে, কয়েকজনের পা ভেঙে গেছে। এমন আনন্দ অনুষ্ঠানে এই ধরনের ঘটনা কাম্য নয়।” এই ঘটনার জন্য মেলা কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন হতাশা প্রকাশ করেছে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে আরও সতর্কতা নেওয়ার কথা জানিয়েছে।