নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- সোনারপুরের বৈকন্ঠপুর থেকে বাংলাদেশি গ্রেফতার। রবিবার গভীর রাতে ৫ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দক্ষিণ ২৪ পরগণার
পুলিশ। সোমবার আদালতে পাঠানো হল তাদের।সোনারপুর থেকে গ্রেফতার পাঁচ বাংলাদেশি। ধৃতদের সোমবার সোনারপুর থানা থেকে পাঠানো হল বারুইপুর মহকুমা আদালতে। গোপনসুত্রে খবর পেয়ে সোনারপুর থানার পুলিশ বৈকুন্ঠপুর এলাকা থেকে তাঁদের গ্রেফতার করে। রবিবার রাত ১ টা নাগাদ তাঁদের গ্রেফতার করা হয়। কিভাবে ও কি কারণে তাঁরা এখানে এসে ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।২০২৩ সালে সোনারপুরের বৈকুন্ঠপুর এলাকায় পুলক দাশগুপ্ত নামে একজনের বাড়িতে ভাড়া নিয়ে বসবাস করছিল এই ৫জন বাংলাদেশি। প্রত্যেকেই পুরুষ। তাঁরা একটি কাপড়ের তৈরীর কারখানায় শ্রমিকের কাজ করতো। পুলিশ সুত্রে খবর, বেআইনিভাবে তাঁরা ভারতে আসে। সোনারপুরের বৈকুন্ঠপুরে বাড়ি ভাড়া নিয়ে তাঁরা থাকতে শুরু করেছিল। এলাকার বাসিন্দাদের সাথে সেইভাবে মেলামেশা করতো না। ফলে তাঁদের সম্পর্কে প্রতিবেশীরা কেউই খুব একটা কিছু জানে না। তবে যে বাড়িতে থাকত সেই বাড়ির মালিক পুলক দাশগুপ্ত পলাতক। তাঁর সন্ধানে তল্লাশি চালাচ্ছে সোনারপুর থানার পুলিশ। ধৃতদেরকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় পুলিশ।