জাল স্যালাইন নিয়ে স্বাস্থ্যভবনে জরুরী বৈঠক

জেলা স্বাস্থ্য

নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- মেদিনীপুরে জাল স্যালাইনে প্রসূতি মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসলেন চিকিৎসকদের ১৩ সদস্যের প্রতিনিধি দল। সোমবার ১২ টা নাগাদ স্বাস্থ্যভবনে শুরু হয় এই বৈঠক।

সোমবারের বৈঠকে মূলত মৃতের ময়নাতন্ত্রের রিপোর্ট খতিয়ে দেখার পাশাপাশি যে আট রকম ওষুধ ব্যবহার করা হয়েছিল তা নিয়ে আলোচনা হয়। সব মিলিয়ে আজকের বৈঠকে প্রাথমিক একটি রিপোর্ট তৈরী করা হবে মহিলার মৃত্যুর কারণ নিয়ে। সেই প্রাথমিক রিপোর্ট স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হবে।

পাশাপাশি, রোগীকে যখন মেদিনীপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তারপর হাসপাতালের পক্ষ থেকে রোগীর পরিবারের থেকে মুচলেখা নেওয়া হয়েছিল যে রোগীর অবস্থা আশঙ্কা জনক। কেন তড়িঘড়ি রোগীর পরিবারের থেকে এই মুচলেখা নেওয়া হল। প্রশ্ন উঠছে তাহলে কি হাসপাতালে নিজেদের গাফিলতি ঢাকতেই এই মুচলেখা নিয়েছিল, সোমবারের বৈঠকে এই বিষয়টিও তোলা হবে বলে স্বাসথ্যভবন সূত্রে খবর।