নিউজপোল ব্যুরো: গোপনে জঙ্গির ডেরায় হানা ভারতীয় সেনাবাহিনীর, যৌথ অভিযান শেষে উদ্ধার বিপুল অস্ত্র। ডেরা থেকে হাতেনাতে পাকড়াও কুকি জঙ্গি গোষ্ঠীর নেতা। জানা যায় ধৃত ব্যক্তি আদতে ফেরজ়াওল জেলার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে নাশকতা, হত্যা-সহ একাধিক অভিযোগ রয়েছে আগেই, বলে পুলিশ সূত্রের খবর।
মণিপুরে ভারতীয় সেনাবাহিনী, মণিপুর পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে, উভয় পাহাড় থেকে উদ্ধার ১৯টি অস্ত্র।মণিপুরে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে ভারতীয় সেনাবাহিনীর সফল অভিযান। ডেরায় হানা দিয়ে সেখান থেকে উদ্ধার গোলাবারুদ ও যুদ্ধের ভাণ্ডার। জেলার উপত্যকা অঞ্চল, মণিপুরের কাংপোকপি, চার্চন্দপুর ও কাকচিং -এ হানা দিয়ে ভারতীয় সেনার প্রশংসনীয় সাফল্য।
৬ ই জানুয়ারি শুরু হয় অভিযান। থৌবাল জেলার ইরং গ্রামে আসাম রাইফেলস ও মণিপুর পুলিশের গোয়েন্দা ভিত্তিক অপারেশন চলে। তার ঠিক তিনদিন পর অর্থাৎ ৯ তারিখ কাকচিং জেলার সেকমাইজিন, একটি সেল্ফ লোডিং রাইফেল, একটি সিঙ্গেল ব্যারেল রাইফেল, একটি ইম্প্রোভাইজড রাইফেল উদ্ধার করা হয়।
এছাড়াও উদ্ধার হয় মর্টার, তিনটি ৯ এমএম পিস্তল, গ্রেনেড, গোলাবারুদ, একটি একক ব্যারেল রাইফেল, দুটি টিউব লঞ্চার গোলাবারুদ। বলাই যায় এদিন একটি যুদ্ধের সমান অস্ত্র উদ্ধার করে ভারতীয় সেনা।
এরপর জিরিবাম জেলায় নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসাম রাইফেলস ও মণিপুর পুলিশ হানা দেয় জাকুরাডোরে। সেখান থেকেও বিস্ফোরক ও যুদ্ধের মতো স্টোর উদ্ধার করা হয়। রাইফেল ও মণিপুর পুলিশ সাধারণ এলাকায় চুরাচাঁদপুর জেলার পুরাতন গেলমল গ্রামে, একটি উদ্ধারের ফলে ৭.৬২ মিমি একে ফিফটি সিক্স রাইফেল, একটি ৩০৩ রাইফেল, একটি ৯ মিমি পিস্তল, ১ টি সিঙ্গেল ব্যারেল রাইফেল, তিনটি ১২ এমএম সিঙ্গেল ব্যারেল রাইফেল ও গ্রেনেড উদ্ধার হয় এদিন।
আর এই ঘটনার পর থেকেই স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়ায় গোটা মণিপুরে। প্রসঙ্গত, গত তিন মাস ধরে জিরিবাম জেলায় মেইতেই সশস্ত্র বাহিনী আরাম্বাই টেঙ্গলের সঙ্গে কুকি-জ়ো জঙ্গিগোষ্ঠীগুলির ধারাবাহিক লড়াই হয়েছে। দু’পক্ষের যোদ্ধারা ছাড়াও লড়াইয়ে বেশ কয়েক জন সাধারণ গ্রামবাসীরও মৃত্যু হয়েছে সেখানে। তবে আবারও কি ক্ষয়ক্ষতের আশঙ্কা? কোন কারণে মজুদ ছিল বিপুল অস্ত্র? তবে কি গোপনে যুদ্ধের ফাঁদ? স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন। আতঙ্ক প্রকাশ করেন অনেকেই। তবে অপরদিকে আবার ওই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের প্রতিশ্রুতি প্রদর্শন করছে ভারতীয় সেনা।