সাগরসঙ্গমে উপচে পড়া ভিড়!

জেলা দেশ রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ- শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা। জানুয়ারি মাসের ১৭ তারিখ পর্যন্ত চলবে এই গঙ্গাসাগর মেলা। সোমবার সকাল থেকেই গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রম ঘন কুয়াশায় মুড়ে গিয়েছে। তারপরেও ভিড় উপচে পড়ছে। মঙ্গলবার ভোরে শুরু হবে পুণ্যস্নান। তাঁদের নিরাপত্তায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।

সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে মোক্ষ লাভের আশায় লক্ষাধিক পুণ্যার্থী। তাঁদের নিরাপত্তায় ১৩ হাজার পুলিশ কর্মী ও আড়াই হাজার সিভিল ডিফেন্স কর্মী দিনরাত এক করে ডিউটি করে চলেছে। দুটি ডিটেকশন ডগ আনা হয়েছে। গোটা মেলা প্রাঙ্গণ এবং কপিল মুনির আশ্রমকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে।

মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, ‘এবছর গঙ্গাসাগর মেলায় ১ তারিখ থেকে রবিবার সন্ধ্যে পর্যন্ত ৪২ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে।’ প্রশাসনের এক আধিকারিক জানান, ‘রবিবার রাতেই ৫০ লক্ষ মানুষের ভিড় ছিল। মঙ্গলবার সেটি দ্বিগুণ হওয়ার সম্ভবনা রয়েছে, এমনটাই অনুমান করা হচ্ছে। এরইমধ্যে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত লঞ্চ ও ভেসেল চালু করা হয়েছে, চলছে অতিরিক্ত বাসও।’

গঙ্গাসাগরে আসা উত্তরপ্রদেশের এক বাসিন্দা অজয় তিওয়ারি জানান, ‘এ এক অনন্য অভিজ্ঞতা। এখানে আসার জন্য ট্রেন বাস তারপর লঞ্চে চেপে এসেছি। এখানে পৌঁছে প্রশাসনের আন্তরিকতায় অত্যন্ত খুশি।’