নিউজ পোল ব্যুরো: মদ খাওয়ায় রেকর্ড!আর বছরের শুরুতেই মদের রেকর্ড কলকাতায়। ভারতীয়দের মধ্যে এই মদ্যপানের প্রবণতা বেশি। দেশের কিছু রাজ্যে মদ বিক্রি নিষিদ্ধ থাকলেও বেশিরভাগ রাজ্যে সুলভে মদ কিনতে পাওয়া যায়।
রেকর্ড অনুযায়ী, ভারতের বিভিন্ন রাজ্যে বর্তমানে মদ বিক্রির হার বাড়ছে। ভারতে বিহার,গুজরাট, মিজোরাম এবং নাগাল্যান্ডে মদ নিষিদ্ধ। অন্যদিকে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে লাক্ষাদ্বীপেও মদ বিক্রি নিষিদ্ধ। তবে বাকি রাজ্যগুলিতে দেদার বিক্রি হচ্ছে মদ।
আবগারি বিভাগের একটি সূত্রে জানা গিয়েছে,প্রতি মাসে পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় ১৭০০ কোটি টাকার মদ বিক্রি হয়। শুধুমাত্র কলকাতাতেই প্রায় ৩০০ কোটি টাকার মদ বিক্রি হয়। আর উৎসবের মাস এলে তো কোন কথাই নেই। সেই অঙ্কটা আরও বেড়ে যায়।
সমীক্ষা অনুযায়ী, ভারতে ১৫ বছরের বেশি বয়সী ১৮.৭ শতাংশ পুরুষ মদ্যপান করেন। মহিলাদের মধ্যে ১.৩ শতাংশ। আরও আশ্চর্যের বিষয় ভারতে শহরের চেয়ে গ্রামের মানুষ বেশি মদ্যপানে এগিয়ে।
তবে এখানেই চমকের শেষ নয়! সব থেকে বেশি কোন রাজ্যে বেশি মদ বিক্রি হয় জানেন?
তেলেঙ্গানা রাজ্যে ১৯ শতাংশ মানুষ মদ্যপান করেন, যেখানে সারা দেশের জনসংখ্যার প্রায় ১৭.৩ শতাংশ মানুষ মদ্যপান করেন। অন্যদিকে, পুরুষদের মদ্যপানের ক্ষেত্রে অরুণাচল প্রদেশ তালিকার শীর্ষে রয়েছে। সেখানে ৫২.৬ শতাংশ মানুষ মদ্যপান করেন। তেলেঙ্গানায় ৪৩.৪ শতাংশ মদ্যপানের হার। দ্বিতীয় স্থানে রয়েছে তেলেঙ্গানা। সিকিমে মদ্যপানের হার ৩৯.৩ শতাংশ। সিকিম রয়েছে তৃতীয় স্থানে। পুরুষদের মদ্যপানের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ ২৬ স্থানে রয়েছে। আর মহিলাদের নিরিখে অরুণাচল প্রদেশ দেশের মধ্যে শীর্ষে রয়েছে। মদ্যপানের হার সেখানে ২৪.২ শতাংশ। সিকিমে এই হার ১৬.২ শতাংশ। পশ্চিমবঙ্গে এই হার ১.১ শতাংশ।
সুত্রের খবর, প্রতি ৩ বছর অন্তর এই সার্ভে করা হয়। ২০২২ সালে শেষ এই সার্ভে করা হয়েছিল।