নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- শীতের শেষ স্পেলে এবার নতুন খেলা দেখাচ্ছে বিদায়ের আগে। কখনও ঠাণ্ডা আবার কখনও গরম আর এই দুইয়ের মাঝে পড়ে সকলেই যেন ঘাবড়ে যাচ্ছেন এটা কি হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই গরম বাড়ঠে আবার বিকেল গড়াতেই ঠাণ্ডার অনুভূতি যেন সত্যিই এক অদ্ভত ব্যাপার। হাওয়া অফিস অবশ্য জানাচ্ছে বুধবার নাকি ফের আবারও চার ডিগ্রী তাপমাত্রা করমতে পারে। তবে বৃহল্পতিবার থেকে ফের তাপমাত্রা বাড়ে সঙ্গে সপ্তাহ শেষে পারদ সেি চড়তেই থাকবে। যদিও সপ্তাহ শেষে তাপমাত্রা আবার কমার সম্ভাবনা আছে। তবে ভালোবাসা বা প্রেম দিবসের পরেই শীত পাকাপাকি ভাবে বিদায় নেবে এই বঙ্গে থেকে সেরকমটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের কলকাতা,হাওড়া,হুগলি,উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা,পূর্ব ওপশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রাম,পুরুলিয়া,বাঁকুড়া,পূর্ব ও পশ্চিম বর্ধামান,বীরভূম,মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় শুষ্ক আবহাওয়া সঙ্গে মেঘলা আকাশ থাকবে। তবে তাপমাত্রা বাড়লেও দকষিণবহ্গের প্রায় সব জেলাতেই কুয়াশার প্রভাব থাকবে তবে উত্তরবঙ্গের তাপমাত্রায় কোনো হেরফের নেই,আপাতত উত্তরবঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।