নিউজ পোল ব্যুরো: ভারতে ঘুরতে এসে এমন এক ভয়ংকর ঘটনা ঘটে যাবে তা স্বপ্নেও ভাবেননি ইজরায়েলি(Israeli tourist) পর্যটক। বৃহস্পতিবার রাতে কর্ণাটকের (Karnataka) হাম্পির কাছে ২৭ বছর বয়সী এক ইসরায়েলি পর্যটক এবং ২৯ বছর বয়সী এক হোমস্টে মালিকন সহ দুই মহিলাকে গণধর্ষণের (Gangrape) অভিযোগ উঠেছে। একজনের মৃত্যুর খবরও মিলেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য ছাড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘুরতে বেরিয়ে গণধর্ষণের শিকার হন এক ইজরায়েলি পর্যটক ও হোমস্টের মালকি। হামলাকারীরা ইজরায়েলি মহিলার তিন পুরুষ বন্ধুর সঙ্গেও ঘটান ভয়ংকর ঘটনা। ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় খালে। যাদের মধ্যে একজনের দেহ উদ্ধার করা হয়েছে । শনিবার সকালে জল থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের মতে, বৃহস্পতিবার রাত ১১টা থেকে ১১.৩০ মিনিটের মধ্যে ঘটনাটি ঘটে সানাপুর হ্রদের ধারে, হাম্পি থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে, যা কর্ণাটকের একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ কেন্দ্র। বিশেষ করে বিদেশীদের কাছে খুবই জনপ্রিয়। অভিযুক্ত তিন যুবককে খুঁজতে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে একজন ইসরায়েলি মহিলা সহ চারজন পর্যটক যারা ওড়িশা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মহারাষ্ট্রের বাসিন্দা ছিলেন। ড্যানিয়েল, পঙ্কজ ও বিভাস ও ইজরায়েলি এই চারজনকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন হোমস্টের মালকিন ২৯ বছরের এক তরুণী।
আরও পড়ুনঃ Siliguri News: রেল লাইনে অজ্ঞাত বৃদ্ধের দেহ
পুলিশ জানিয়েছে সানাপুরের কাছে তাঁদের উপর হামলা করা হয়। তাঁরা যখন ঘুরছিলেন সেই সময়ে তিনজন বাইক আরোহী তাদের কাছে আসে এবং একটি পেট্রোল পাম্পের পথ জিজ্ঞাসা করে। যখন হোমস্টে মালিক তাদের জানান যে কাছাকাছি কোনও পেট্রোল পাম্পের স্টেশন নেই। সেই সময়েই তিন অভিযুক্ত তাদের কাছ থেকে নগদ অর্থ দেওয়ার দাবি জানায়। টাকা দিতে অস্বীকার করলে কন্নড় এবং তেলেগু ভাষায় দুষ্কৃতীরা তাদের সাথে দুর্ব্যবহার করে এবং তাদের উপর হামলা চালাতে শুরু করে। অভিযোগ দায়েরকারী হোমস্টের মালিকন বলেছেন, আক্রমণকারীরা তাদের সঙ্গে থাকা তিন পুরুষ পর্যটকদের একটি খালে ঠেলে দেয়। তার পরেই তিনজন আক্রমণকারীর মধ্যে দুজন তাঁকে এবং ইসরায়েলি পর্যটককে গনধর্ষণ(Gangrape) করে। ড্যানিয়েল, পঙ্কজ জল থেকে উঠতে পারলেও বিভাসের উঠতে পারেনি। আজ শনিবার সকালে তার দেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে ড্যানিয়েল, পঙ্কজ একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সন্দেহভাজনদের খুঁজে বের করার জন্য পুলিশের আরেকটি বিশেষ দল কাজ করছে। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এর একাধিক ধারায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। এর মধ্যে রয়েছে ধারা 309(6) (চাঁদাবাজির জন্য চুরি), 311 (মৃত্যু বা গুরুতর আহত করার উদ্দেশ্যে ডাকাতি), 70(1) (গণধর্ষণ), এবং 109 (হত্যার চেষ্টা)।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/