SSC Protest: অনশনে বসতে চলেছেন চাকরিহারা শিক্ষকরা

breakingnews কলকাতা রাজ্য শিক্ষা

নিউজ পোল ব্যুরো: এক সময়ের স্বপ্ন ছিল খুদে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া, শ্রেণিকক্ষে আলো জ্বালানোর। কিন্তু আজ সেই স্বপ্ন বঞ্চনার অন্ধকারে নিমজ্জিত। এসএসসি দুর্নীতি কাণ্ডে (SSC Protest) চাকরি হারানো শিক্ষকেরা আজ দাঁড়িয়েছেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। কসবায় (Kasba) প্রতিবাদ দেখাতে গিয়ে যে পুলিশি নির্যাতন নেমে এসেছিল তাঁদের উপর, তা যেন বারবার প্রশ্ন তোলে—এই কি ন্যায়ের পথ?

আরও পড়ুন: Abhijit Ganguly: এসএসসিকে দুদিনের সময়সীমা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

বিক্ষোভের মাটিতে শুধু স্লোগান নয়, ফুটে উঠেছিল ব্যথা, রাগ আর অসহায়তা। লাঠির ঘায়ে পিঠ রক্তাক্ত, পেটে লাথি, চোখে জল—কসবায় (Kasba) পুলিশের এমন বর্বর আচরণ ভুলতে পারছেন না কেউ। নারী শিক্ষকরাও ছিলেন সেই মারধরের শিকার। অথচ প্রশাসনের একাংশ দাবি করছে, পুলিশ ‘গভীরভাবে আহত’—তাই বাধ্য হয়ে ‘অ্যাকশন’ নিয়েছে!

এই পাশবিকতার প্রতিবাদে এবং ন্যায়ের দাবিতে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে আরও কঠিন লড়াই—অনশন। এসএসসি ভবনের সামনে বেলা এগারোটা থেকে শুরু হবে এই অনশন (SSC Protest)। তাঁদের দাবি স্পষ্ট—যোগ্য ও অযোগ্য প্রার্থীদের নাম প্রকাশ করতেই হবে, প্রকাশ করতে হবে OMR-এর মিরর ইমেজ। যতদিন না এই দাবি পূরণ হয়, ততদিন তাঁরা মুখে তুলবেন না একফোঁটা জলও।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

বিক্ষোভরত এক চাকরিহারা শিক্ষক (SSC Protest) বলেন, “আর চুপ করে থাকা যাবে না। এটা আমাদের অস্তিত্বের লড়াই।” এই অনশন শুধু চাকরি ফেরতের দাবি নয়, এটা এক সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদের আগুন। একটি সমাজ কতটা অমানবিক হলে শিক্ষককে অনশন করতে হয়, সেটাই এখন প্রশ্ন।