নিজস্ব প্রতিনিধি, পটনা: বিহারের পশ্চিম চম্পারণ জেলার হরিনগর রেল স্টেশনের কাছে আজ বৃহস্পতিবার ভোরে লাইনচ্যুত হয় ০৪০৬৮ দিল্লি-দ্বারভাঙা স্পেশাল ট্রেনের একটি বগি। জানা গেছে, এদিন ট্রেনটি হরিনগর স্টেশনের ৪ নম্বর ট্র্যাকে ঢোকার সময় আচমকাই ১৫৩৭৩৫/ জিএসএলআরডি কোচটির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রীরা। অপরদিকে, এই ঘটনার পরেই ডাউন লাইনে সাময়িকভাবে ট্রেন চলাচল পুরোপুরি ভাবে বন্ধ হয়ে যায়। তবে আপ লাইনে ট্রেন চলাচল চালু ছিল বলে রেল সূত্রে জানানো হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে জিআরপি, রেলের আধিকারিকরা। শুরু হয় লাইনচ্যুত কোচটিকে ট্র্যাকে নিয়ে আসার কাজ। এরপর প্রায় ৪ ঘণ্টা পর ফের গন্তব্যের উদ্দেশে রওনা দেয় দিল্লি-দ্বারভাঙা স্পেশাল ট্রেনটি। তবে এদিনের দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া না গেলেও দুর্ঘটনাটি কী ভাবে ঘটল তা খতিয়ে দেখছে রেল দফতর বলে জানিয়েছেন সমস্তিপুর রেল ডিভিশনের আধিকারিকরা। #আস্থাবাংলা , #asthabangla , #RailAccident , #BiharNews , #indianrailways