নিউজ পোল ব্যুরো: একটু সর্দি, কাশি মাথাব্যাথা বা জ্বর হলে হাতের কাছে রাখা প্যারাসিটামল, সেট্রিজিনের বা কাশির সিরাপের মত ওষুধ (Medicine) খাচ্ছেন। যদি খেয়ে থাকেন তাহলে এখনই সাবাধান হয়ে যান। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের রিপোর্টে যে তথ্য সামনে এসেছে তা রীতিমত চিন্তার বিষয়। কারণ ৯৩টি ওষুধ গুণমানের পরীক্ষায় (Not Of Standard Quality) ডাঁহা ফেল করেছে।
পশ্চিমবঙ্গ ফার্মার লিঙ্গার ল্যাকটেটও গুণমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। CDSCO গোটা বাংলা সহ দেশ জুড়ে অ্যান্টিবায়োটিক, শিশুদের সিরাপ, প্যারাসিটামল, রক্তচাপ, বমিভাব কাটানোর ওষুধ সহ একাধিক ওষুধের গুণগত মান নির্ণয় করতে পরীক্ষা চালায়। সেই তথ্য সামনে আসার পরেই সকলের চোখ কপালে উঠেছে। রিপোর্টে দেখা গিয়েছে, মাথা ঘোরা, অ্যান্টিফাঙ্গাল ক্রিম, ব্যথার ওষুধ, নিউরোপ্যাথিক ব্যথার ওষুধ, হাইপারটেনশন, অ্যান্টিএলার্জি, কাটা ছেড়া উপশমে ব্যবহৃত মলম অ্যান্টিবায়োটিক, পিপিআই ভিটামিন এই পরীক্ষায় ডাঁহা ফেল করেছে। এখানেই শেষ নয়, গুণগত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি শিশুদের হাঁচিকাশির সিরাপ, সুগার, হজমের ওষুধ, অ্যামোক্সিলিন-নরফ্লকসোসিনের মতো একাধিক অ্যান্টোবায়োটিক।
আরও পড়ুন: https://thenewspole.com/2025/03/04/molestation-case-in-govt-school-accused-headmaster/
তথ্য দেওয়ার পর জানা গিয়েছে, ১৪৫টি মেডিসিন (Medicine) ব্যাচকে প্রত্যাশিত গুণমানের নয় (Not Of Standard Quality) বলে চিহ্নিত করেছে কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সিডিএসসিও। চমকে যাওয়ার মত বিষয় হল ডিসেম্বর ও জানুয়ারি মাস মিলিয়ে ১৪৪ টি ওষুধ বাতিলের তালিকায় গিয়েছে। এমনকি গত বছরের সেপ্টেম্বরে ৫৩টি ওষুধ সিডিএসসিও-র গুণগত মানের পরীক্ষায় ব্যর্থ হয়েছিল। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের রিঙ্গার্স ল্যাকটেটের ১৬টি ব্যাচের নাম রয়েছে মান নির্ণয়ের পরীক্ষায় তালিকায়। রিপোর্টে উল্লেখ করা হয়েছে পরীক্ষা করা ওষুধগলো একেবারে জীবাণুমুক্ত নয়।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/