নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের কলকাতার বুকে প্রশ্নচিহ্ন উঠলো মহিলা নিরাপত্তা নিয়ে।
কলকাতার বুকে চলন্ত বাসে এক স্কুল পড়ুয়াকে তরুণীর শ্লীলতাহানি। নিজের মাথা খাটিয়েই মোবাইলের ভিডিও ক্যামেরা অন রাখে তরুণী, যার ফলে পরবর্তীকালে সম্পূর্ণ ধরা পড়ে সমগ্র ঘটনা মোবাইলের ভিডিও ক্যামেরায়।
আর সেই ভিডিও দেখিয়েই ওই মহিলা অভিযোগ জানায় ইকো পার্ক থানায়। তার ভিত্তিতেই অভিযুক্তকে গতকাল রাতে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম প্রমোদ জয়সওয়াল। অভিযুক্তকে গ্রেফতার করে ইকো পার্ক থানার পুলিশ। ধৃত যুবককে আজ বারাসাত আদালতে তোলা হয়।
সূত্রের খবর, ৪ ডিসেম্বর হাতিয়াড়া ৩০সি রুটের বাসে চেপে নিজের ভাইকে নিয়ে স্কুলে যাওয়ার সময় তাঁর পাশের সিটে বসে এক যুবক। এরপর একাধিকবার তাঁকে শ্লীলতাহানি করে এমনই অভিযোগ। ইকো পার্ক থানায় শ্লীলতাহানির অভিযোগ করেন ওই তরুণী। বাসের মধ্যে যে সময় শ্লীলতাহানি করা হয় সেই সময় তাঁর ফোনে ভিডিও করে রাখেন। অভিযোগ পেয়ে ইকো পার্ক থানার পুলিশ তদন্ত শুরু করে। সোমবার রাতে হাতিয়ারা থেকে প্রমোদ জয়সওয়াল নামে ওই যুবককে গ্রেফতার করে। ধৃত ওই যুবককে আজ বারাসাত আদালতে তোলা হয়।