গঙ্গার তীরে মিলল এক বৃদ্ধের মৃতদেহ! ছড়ালো চাঞ্চল্য

অপরাধ আইন কলকাতা জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: মানুষ গঙ্গার তীরে গিয়ে হঠাৎ গঙ্গার তীরে ভাসতে দেখা যায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধকে। সেই দেহ উদ্ধারকে ঘিরেই শুরু হয় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে ১৮ ডিসেম্বর বুধবারে সকাল সাড়ে নটা নাগাদ। হাওড়ার উলুবেড়িয়ার পূর্ব কালীনগরের গঙ্গার পারে পাওয়া যায় এই মানুষটির মৃতদেহ।

স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে, কয়েকজন স্থানীয় ব্যক্তি স্নান করতে গিয়ে এক ব্যক্তি কে ভেসে আসতে দেখে খবর পাঠায় উলুবেড়িয়া থানার পুলিশের কাছে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্যে মর্গে পাঠায়।পরে পুলিশ মৃত ব্যক্তির পরিচয় জানার তদন্ত শুরু করলেও সেই বিষয়ে তাঁরা ব্যর্থ হন।
যদিও পুলিশ আরো আশেপাশের থানায় খবর পাঠিয়েছে তদন্ত করার জন্যে। পুলিশ খতিয়ে দেখছে মৃতদেহকে কেউ খুন করেছে নাকি। আর খুন করলেও কে করতে পারে তার তদন্তও করছে পুলিশ।