ভিক্ষা দিলেই জেল ও জরিমানা

breakingnews অপরাধ দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো, ইন্দোর: রাস্তায় দাঁড়িয়ে থাকা অসহায় ভিক্ষাবৃত্তি করা মানুষকে এবার থেকে ভিক্ষা দিলেই আইনানুগ ব্যবস্থা! চমকে গেলেন, একজনকে ভিক্ষা দিয়ে সাহায্য করলেই সর্বোচ্চ ৬ মাসের জেল এবং ১ হাজার টাকা জরিমানা হতে পারে আপনার! হ্যাঁ সত্যিই এটা বিদেশে নয়। আমাদের দেশেই মধ্যপ্রদেশে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস) এর ১৬৩ ধারার অধীনে ভিক্ষা চাওয়া এবং দেওয়া নিষিদ্ধ করার নির্দেশ জারি করেছে মধ্য প্রদেশ সরকার।

প্রসঙ্গত সুপ্রীম কোর্টের ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করতে একটি মামলার প্রেক্ষিতে ২০২১ সালে দেশের সর্বোচ্চ আদালত ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করতে অস্বীকার করেন। সুপ্রীম কোর্টের পর্যবেক্ষণ ছিল ভিক্ষাবৃত্তি একটি অর্থ সামাজিক সমস্যা, শিক্ষা ও কর্মসংস্থানের অভাবের কারণে মানুষ তাঁদের জীবিকা নির্বাহ করার জন্য ভিক্ষা করতে বাধ্য হয়। তবে মধ্য প্রদেশের ইন্দোরে জেলা প্রশাসনকে সীমিত সময়ের জন্য ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করার ক্ষমতা দেওয়া হয়েছে। যার জন্য সাতটি বিভাগের আধিকারিক ও কর্মচারীদের সমন্বয়ে একটি টিম গঠন করেছে ইন্দোর জেলা প্রশাসন। কারণ যারা ভিক্ষা দেয় এবং রাস্তা থেকে শিশুদের কাছ থেকে কিছু ক্রয় করে তাঁদের বিরুদ্ধে এবার থেকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে চলেছে পুলিশ প্রশাসন।

তাই আগামী ১ জানুয়ারি ২০২৫ থেকে ইন্দোরকে ভিক্ষামুক্ত করতেই প্রচারের মাধ্যমে নিষিদ্ধ করতে চলেছে জেলা প্রশাসন। উল্লেখ্য, কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ণ মন্ত্রকের ভিক্ষাবৃত্তি মুক্ত ভারতের অধীনে একটি পাইলট প্রকল্প অন্তর্গত নির্বাচিত ১০টি শহরের মধ্যে একটি হল ইন্দোর শহর। তাই সাবধান ইন্দোরে গেলে কাউকে ভিক্ষা দেবেন না। না হলে ৬ মাসের জেল ও ১ হাজার টাকা বা দুটোই একসঙ্গে হতে পারে আপনার।