প্রেমিকার ব্যক্তিগত ছবি হাতানোর দায়ে বন্ধুকে খুন করল কিশোর!

অপরাধ দেশ

নিউজ পোল ব্যুরো: প্রেমিকার ছবি নিজের ফোনে নিয়ে নেওয়ায় এক কিশোরকে হত্যা করার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটে। এই ঘটনায় জড়িত ১৭ বছরের এক কিশোরকে পুলিশ গ্রেফতার করেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত স্কুলের এক জুনিয়রকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছে।


সূত্রের খবর, অভিযুক্ত কিশোরের ফোনে তার এবং তার প্রেমিকার কিছু ব্যক্তিগত ছবি ছিল। স্কুলের ওই জুনিয়র সেই ছবিগুলি চুরি করে নিজের ফোনে সংরক্ষণ করে নেয়। এই ঘটনায় দুজনের মধ্যে তুমুল ঝগড়া হয়। কিশোরকে নিরিবিলি এলাকায় ডেকে পাঠিয়েছিল অভিযুক্ত। জানিয়েছিল, আট হাজার টাকার বিনিময়ে সে নিজের মোবাইল ফোনটি বিক্রি করতে চায়। সেই মতো টাকা নিয়ে এসেছিল কিশোর। একসঙ্গে তারা খাবারও খেয়েছিল। এর পরেই আচমকা হাতুড়ি দিয়ে কিশোরের মাথায় সজোরে আঘাত করে অভিযুক্ত। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


পুলিশ জানিয়েছে, শনিবার থেকে ওই জুনিয়র নিখোঁজ ছিল। পরিবারের তরফ থেকে পুলিশে খোঁজাখুঁজি শুরু হলে পুলিশ তদন্তে নামে। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহের তীর লেগেছিল অভিযুক্ত কিশোরের দিকে। জিজ্ঞাসাবাদে প্রথমে সে মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু পরে জেরার মুখে সে স্বীকার করে যে সেই জুনিয়রকে হত্যা করেছে।