প্রতিমাসে পুরোহিতদের ভাতা ১৮ হাজার টাকা!

দেশ

নিউজ পোল, ব্যুরো: ২০২৫ এর শুরুতেই দিল্লির বিধানসভা নির্বাচন। যদিও নির্বাচন কমিশন এখনও ভোটের নির্দিষ্ট দিনক্ষণ সম্পর্কে কিছু জানায়নি। তবে বছর শেষে এক বড় ঘোষণা করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।

এদিন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পূজারী গ্রন্থী সম্মান যোজনার ঘোষণা করেন। এই প্রকল্পে পুরোহিত ও গুরুদ্বারের গ্রন্থীরা পাবেন মাসিক ১৮ হাজার টাকার ভাতা। কেজরির মতে, পুরোহিতরা বংশপরম্পরায় এই আচার-অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই কারণেই এই সিদ্ধান্ত। তবে এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র এক শ্রেণীর জন্য। মঙ্গলবার হনুমান মন্দিরে এই রেজিস্ট্রেশন শুরুর অনুষ্ঠানে তিনি নিজে হাজির থাকবেন বলেও জানিয়েছেন।

২০২৫ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির ক্ষমতা ধরে রাখার জন্য বিভিন্ন প্রকল্পের পরিকল্পনা করা হয়েছে। আর তেমনই একটি প্রকল্প হল পূজারি গ্রন্থী সম্মান যোজনা। এই নতুন প্রকল্প প্রসঙ্গে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল বলেন, “রাজধানী ক্ষমতায় ফিরে এলে, আপ সরকার হিন্দু মন্দিরের ভক্ত এবং শিখ গুরুদ্বারের ভক্তদের প্রতি মাসে ১৮ হাজার টাকা করে ভাতা দেবে। আগামীকাল থেকেই পুরোহিতদের নামের এই রেজিস্ট্রেশন শুরু হবে।”