নতুন জীবন পেল তাহলিকোয়ার পরিবার

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: ১৭ দিন ধরে মৃত শাবকের দেহ বহন করে সারা ওরকা তিমি তাহলিকোয়া আবার মা হয়েছে। গত ২০ ডিসেম্বর, আমেরিকার ওয়াশিংটনের পিউজেট সাউন্ড এলাকায় জে পড নামের গ্রুপের সঙ্গে সাঁতার কাটতে দেখা গিয়েছে তাকে তার নতুন শাবককে নিয়ে। গবেষকরা তাহলিকোয়াকে ‘জে ৩৫’ নামে চেনেন।

২০১৮ সালে তাহলিকোয়া তার মৃত শাবককে ১৬ হাজার কিলোমিটার পথ বহন করেছিল। সেই ঘটনায় স্পষ্ট হয়েছিল, মা তিমি সন্তান হারিয়ে কতটা কষ্ট পেয়েছিল। সেন্টার ফর হোয়েল রিসার্চের গবেষণা পরিচালক মাইকেল ওয়াইজ জানান, কিলার হোয়েল বা কিলার তিমি নামে পরিচিত হলেও ওরকারা ডলফিন পরিবারের সবচেয়ে বড় সদস্য। প্রথমদিকে গবেষকরা নতুন শাবকটির পরিচয় নিশ্চিত করতে পারেননি। তবে সোমবার গবেষকরা আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন যে তাহলিকোয়াই এই বাচ্চার মা। বাচ্চাটির নামকরণ করা হয়েছে জে ৬১।

এক প্রকৃতিপ্রেমী ও নিজের অজান্তেই নতুন শাবকটির ছবি তুলে ফেলেন। সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন বাচ্চাটিকে দেখে আমি অবাক হয়ে যাই। নৌকার বাম পাশে যাওয়া তিমিদের চিহ্নিত করার জন্য ছবি দেখতে গিয়ে হঠাৎ একটি ছোট ডর্সাল ফিন দেখি। ছবি স্ক্রল করে বুঝতে পারি, এটি খুবই ছোট, দলের অন্য যে কোনও কম বয়সি তিমির তুলনায় অনেক ছোট। আকার ও রং দেখে বুঝলাম, এটি একেবারে নতুন বাচ্চা এবং এটি জে ৩৫-এর সঙ্গেই ভ্রমণ করছে।”