বর্ষশেষ ও বর্ষ বরণ, ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের নিরাপত্তা

breakingnews কলকাতা শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্ষবরণের রাতে শহরের একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ। মঙ্গলবার বিকেল চারটে থেকে বুধবার ভোর সাড়ে চারটে পর্যন্ত এবং বুধবার বিকেল চারটে থেকে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে ময়দান সহ কলকাতার উপকণ্ঠের একাধিক এলাকায়। ৩১ তারিখ বিকেল চারটে থেকে ১ তারিখ ভোর সাড়ে চারটে এবং এক তারিখ বিকেল সাড়ে চারটে থেকে ২ তারিখ রাত ১২টা পর্যন্ত পার্ক স্টিট উড স্ট্রিট এবং জহরলাল নেহেরু রোডের যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। প্রয়োজনে গাড়ির গতিগত পরিবর্তন করা হবে। সংশ্লিষ্ট রাস্তাগুলি হল আচার্য জগদীশচন্দ্র বোস রোড ও চৌরঙ্গী রোডের সংযোগস্থল থেকে উত্তরমুখী হরিশ মুখার্জী রোড, ক্যাথিডাল রোড, হসপিটাল রোড স্ট্যান্ড রোড, অকল্যান্ড রোড, রেড রোড, এসপ্ল্যানেড ক্রসিং সহ গভর্নমেন্ট প্লেস ইস্ট, রানী রাসমণি এভিনিউ, এসপ্ল্যানেড সহ দ্বিতীয় হুগলি ব্রিজে।

এর পাশাপাশি শহরের যেসব রাস্তায় বর্ষবরণের রাতে ও নববর্ষের দিন স্বাভাবিক যান চলাচল নিয়ন্ত্রণ হতে পারে সেই সংশ্লিষ্ট রাস্তাগুলি হল কলকাতা জাদুঘরের সামনের রাস্তা সহ ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সামনে বিড়লা প্লানেটরিয়াম, আলিপুর চিড়িয়াখানা, পরেশনাথ মন্দির, কালীঘাট মন্দির, ঠনঠনিয়া কালীবাড়ি, নিউমার্কেট চত্বর সহ বিড়লা মন্দির সংলগ্ন আশুতোষ চৌধুরী এভিনিউ ও মিলিনিয়াম পার্ক চত্বর এলাকায়।

এবার সাধারণ মানুষের সুবিধার্থে ৩১ ডিসেম্বরের রাতে প্রায় সাড়ে চার হাজার পুলিশ রাস্তায় থাকবে। ৫০ টি জায়গায় নাকা চেকিং হবে। শনিবার সাংবাদিক বৈঠকে একথা জানান কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা। তিনি জানান, এই দিন নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকবে সাড়ে ৪ হাজার পুলিশকর্মী। ১০টি ওয়াচ টাওয়ার খোলা হয়েছে পার্ক স্ট্রিটে। নজরদারির জন্য থাকছে কলকাতা পুলিশের বিশেষ টিম।