নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: বনগাঁ বাগদা সড়কে বেপরোয়া ট্রাকের ধাক্কায় এক সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বুধবার সন্ধ্যায় আরামডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তির নাম সৌমিত্র আচার্য (৩২)। তিনি বনগাঁ থানার আরামডাঙ্গা এলাকার বাসিন্দা এবং বনগাঁ থানায় কর্মরত ছিলেন। সূত্রের খবর, বাজার করে বাইকে বাড়ি ফিরছিলেন সৌমিত্র। পিছন থেকে আসা একটি ট্রাক তাঁকে ধাক্কা মারে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে পৌঁছে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান।
স্থানীয়দের অভিযোগ, বনগাঁ বাগদা সড়কে জলের পাইপ বসানোর কাজ চলছে। দীর্ঘদিন ধরে রাস্তা খোঁড়ার কাজ চলছে। ফলে রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। এই সংকীর্ণ এবং বিপদজনক রাস্তায় দুর্ঘটনার ঘটনা প্রায়ই ঘটছে। সৌমিত্রের পরিবারের লোকেরা জানিয়েছেন, তাঁর স্ত্রী এবং একটি ছোট বাচ্ছা আছে। এই হঠাৎ করে ঘটে যাওয়া দুর্ঘটনায় পরিবারের সবাই শোকস্তব্ধ।
স্থানীয় এক যুবক জানিয়েছেন, “রাস্তার অবস্থা এত খারাপ যে, দুর্ঘটনাস্থল থেকে হাসপাতালে আনতে আমাদের দুই ঘণ্টা সময় লেগেছে। যদি একটু আগে আনা যেত, তাহলে হয়তো সৌমিত্র বাঁচতে পারত। গাড়িতে তোলার সময় তিনি বেঁচে ছিলেন। কথা বলতে পারছিলেন না, কেবল গোঁগাচ্ছিলেন। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান।”