কো-অপারেটিভ সোসাইটির নির্বাচনে বিস্ফোরণ,NIA তদন্ত- শুনানি শুক্রবার

কলকাতা জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- তমলুক ঘাটালে সেন্ট্রাল কো-অপারেটিভ সোসাইটির নির্বাচনে বিস্ফোরণের ঘটনায় NIA তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মামনি জানা। মামলা দায়েরের অনুমোদন কলকাতা হাইকোর্টের। আগামীকাল শুনানির সম্ভাবনা।


আবেদনকারীর দাবী গত ৮ ডিসেম্বর ২৪ এ তমলুক ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ সোসাইটির নির্বাচনে যে বিস্ফোরণ হয়েছিল তার তদন্ত পুলিশ করছে, কিন্তু যেহেতু বিস্ফোরণ হয়ছে তাই NIA তদন্তের প্রয়োজন আছে।দেরী হলে তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা। মামলার দায়েরের অনুমোদন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের। আগামীকাল শুনানির সম্ভাবনা ।