নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ সোসাইটি নির্বাচনে বিস্ফোরণের ঘটনায় ২ জানুয়ারি পুলিশের রিপোর্ট দেওয়ার নির্দশ থাকলেও সেই রিপোর্ট না দেওয়ায় ক্ষুব্ধ বিচারপতি জয় সেনগুপ্ত। রাজ্যের আইনজীবীকে মঙ্গলবার আদালতে রিপোর্ট হলফনামা আকারে দেওয়ার নির্দেশ। তমলুকের ঘাটালে সেন্ট্রাল কো অপারেটিভ সোসাইটি নির্বাচনে বিস্ফোরণের ঘটনায় NIA তদন্তের দাবিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়ে দায়ের করা হয় মামলা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ২ জানুয়ারি রাজ্যকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু বিচারপতি বর্তমানে সার্কিট বেঞ্চে থাকায় এই মামলা জরুরি ভিত্তিতে বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে শুনানির আবেদন জানান মামলাকারী। আবেদনকারীর দাবি, গত ৮ ডিসেম্বর ২০২৪ তমলুক ঘাটাল সেন্ট্রাল কো অপারেটিভ সোসাইটি নির্বাচনে যে বিস্ফোরণ হয়েছিল তার তদন্ত পুলিশ করছে। কিন্তু বোমা বিস্ফোরণ হয়েছে তাই NIA তদন্তের প্রয়োজন আছে। আর দেরি হলে তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা রয়েছে।
আবেদনকারীর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, ‘হিউজ এক্সপ্লোসিভ ছিল। থানায় যে অভিযোগ দায়ের হয়েছে সেটা সুয়োমোটো। সেখানে বিস্ফোরক উদ্ধার হলেও সঠিক ধারা প্রয়োগ হয়নি।বোমা উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে।
রাজ্যের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় এর জবাবে বলেন, ‘গত ৮ ডিসেম্বর এই ঘটনা ঘটেছে। এখন কিসের আর্জেন্সি এই মামলায়? একটা বোম্ব ব্লাস্ট হয়েছে কিন্তু কারও আঘাত লাগেনি।
আর রেগুলার বেঞ্চের বিচারপতি এখন নেই। ফলে কিসের এতো তাড়া এই মামলা শোনার?
রাজ্যের আইনজীবীর এই যুক্তিতে ক্ষুব্ধ হন বিচারপতি জয় সেনগুপ্ত।
বিচারপতি রাজ্যের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায়কে বলেন, ‘আপনাদের রিপোর্ট দেওয়ার কথা ছিল সেটা দিন। রেগুলার বেঞ্চের বিচারপতি নেই তো কী হয়েছে?’