চোলাই মদের বিরুদ্ধে পুলিশি অভিযান

জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়ার জগৎবল্লভপুর থানার পাতিহাল এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় বেআইনি চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে পুলিশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। অভিযানের সময় প্লাস্টিকের বয়ামে সংরক্ষিত প্রায় ৬০ লিটার চোলাই মদ এবং ১০০টি পলি পাউচ ভর্তি মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনাস্থল থেকেই একজন অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পেশ করা হয়েছে।

সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই পাতিহাল এলাকায় বেআইনি চোলাই মদের ব্যবসা চলছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়। অভিযানে উদ্ধার হওয়া মদগুলি স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে প্রাথমিক অনুমান। গ্রেফতার হওয়া অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে পুলিশের ধারণা, এই ব্যবসার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে।

অন্যদিকে, হাওড়ার রাজাপুর থানার পুলিশও বেআইনি মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ চোলাই মদ উদ্ধার করেছে। রাজাপুর থানার তুলসিবেরিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন একটি পরিত্যক্ত জায়গায় অভিযান চালিয়ে প্রায় ১০০ লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করা হয়। পরবর্তী সময়ে উদ্ধার হওয়া মদগুলি নষ্ট করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সূত্রের খবর, তুলসিবেরিয়া এলাকাটি দীর্ঘদিন ধরে বেআইনি মদের ব্যবসার জন্য কুখ্যাত। পুলিশ এই ব্যবসার মূল হোতাদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

বেআইনি চোলাই মদের ফলে সমাজে স্বাস্থ্যগত ও সামাজিক সমস্যার সৃষ্টি হয়। কম দামে সহজলভ্য হওয়ায় নিম্নবিত্ত মানুষের মধ্যে এই মদের চাহিদা বেশি। অথচ এই মদ পান করে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছেন বা গুরুতর শারীরিক সমস্যায় ভুগছেন। পুলিশের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশা, এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে এবং এলাকায় বেআইনি মদের ব্যবসা পুরোপুরি বন্ধ হবে।

অন্যদিকে চোলাই মদের অবৈধ উৎপাদনের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিল হাওড়া গ্রামীণ পুলিশ। শুক্রবার একটি বিশেষ অভিযানে স্থল বাহিনী, ড্রোন এবং পুলিশ লঞ্চের মাধ্যমে একযোগে অভিযান চালানো হয়। অভিযানে হীরাপুর গ্রামপঞ্চায়েতের মোদাই এবং ধুলাসিমলা গ্রামপঞ্চায়েতের সাখাভাঙ্গা এলাকায় চোলাই মদের একাধিক অবৈধ ঘাঁটি চিহ্নিত করে ধ্বংস করা হয়েছে। সূত্রের খবর জানা, অভিযানের ফলে প্রায় ৩৫,০০০ লিটার ফার্মেন্টেড ওয়াশ এবং ২১,০০০ লিটার অবৈধ মদ বাজেয়াপ্ত করা হয়। পরে এগুলি নষ্ট করে দেওয়া হয়। এই অবৈধ দ্রব্যের কালোবাজারি মূল্য আনুমানিক ৫০ থেকে ৬০ লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে।