নয়া সিদ্ধান্ত কলেজ সার্ভিস কমিশনের!

কলকাতা জেলা রাজ্য শিক্ষা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নিল কলেজ সার্ভিস কমিশন। প্রথমবার একটি অনলাইন পোর্টাল চালু করা হল। প্রথমবারের মতো, কমিশন উত্তরপত্র চ্যালেঞ্জ করার জন্য চালু করেছে এই অনলাইন পোর্টাল। যার নাম দেওয়া হয়েছে ‘অনলাইন চ্যালেঞ্জ ম্যানেজমেন্ট পোর্টাল’।

যদি কোনো প্রশ্নের উত্তর নিয়ে কোনও অভিযোগ থাকে তাহলে প্রার্থীরা এই পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবে। যার সময়সীমা ২ থেকে ৬ তারিখ পর্যন্ত। কলেজ সার্ভিস কমিশনের কর্মকর্তারা বলেছেন, “আমরা পরীক্ষার ফলাফলের স্বচ্ছতা এবং দ্রুত প্রকাশ নিশ্চিত করতে একটি অনলাইন পোর্টাল ব্যবহার করছি। এতে শিক্ষার্থীরা সহজেই বিভিন্ন বিষয়ের উত্তর নিয়ে যা অভিযোগ আছে তা খুব সহজেই আপলোড করতে পারবে। তারপর এই পর্যালোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, আগে আবেদনকারীদের কলেজ সার্ভিস কমিশন অফিসে একটি আবেদন জমা দিতে হত বা এই ধরনের উত্তর চ্যালেঞ্জ করার জন্য ইমেলের মাধ্যমে সমস্ত তথ্য জমা দিতে হত। তা সংগ্রহ করে বিশেষজ্ঞদের দ্বারা পরবর্তী পর্যালোচনা করা একটা দীর্ঘ সময়সাপেক্ষ ব্যাপার ছিল। ফলাফল পেতে অনেক সময় লেগেছিল। কলেজ সার্ভিস কমিশনের কর্মকর্তারা মনে করেন এই নতুন পদ্ধতির ফলে তা অনেকটাই দ্রুত হবে।

কমিশন সূত্রে খবর, অভিযোগ গ্রহণ হওয়ার পর কমিশনে সমস্ত কিছু যাচাই করতে সময় লাগবে দশ দিন। আর জানুয়ারির তৃতীয় সপ্তাহে তারা চূড়ান্ত উত্তরপত্র আপলোড করবে বলে জানাচ্ছে। এই সেটের ফল ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে প্রকাশ করা হবে। তা আগেই জানিয়েছিল কমিশন। এই পরীক্ষায় উত্তীর্ণরা রাজ্যের বিশ্ববিদ্যালয়ে ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ পদের জন্য আবেদন করার সুযোগ পাবেন। এই পরীক্ষাটি পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন (WBCSC) দ্বারা পরিচালিত হয়। এ বছর মোট ৫৮ হাজার ৮৬৭ জন পরীক্ষায় অংশ নেয়। সকাল ১০টা থেকে ২টো পর্যন্ত দুটি ধাপে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩৪টি বেশি বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হয় ‌৮৭টি পরীক্ষা কেন্দ্রে। কমিশন এরই মধ্যে ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের প্রস্তুতি শুরু করেছে। রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে অধ্যাপনার জন্য প্রবেশিকা পরীক্ষায় (সেট) জালিয়াতি রুখতে প্রযুক্তির ব্যবহারের উপর জোর দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন। প্রশ্নপত্রে জিপিএস ট্র্যাকিং থেকে শুরু করে প্রশ্নপত্র কাগজের বক্সে ছিল যান্ত্রিক সংমিশ্রণ কোড সহ বিশেষ লক।