বউদিকে কুপিয়ে খুন করল দেওর!

অপরাধ জেলা

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার কালীগঞ্জ এলাকায় শনিবার সকালে ঘটেছে এক ভয়াবহ হত্যাকাণ্ড। পারিবারিক অশান্তি থেকে শুরু হওয়া একটি তর্ক রূপ নিয়েছে রক্তাক্ত সংঘর্ষে। পারিবারিক কলহের জেরে এক যুবক নিজের বউদিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, নিহত গৃহবধূর নাম বিন্দু রুইদাস। তাঁর দেওর বিষ্ণু রুইদাসকে এই হত্যাকাণ্ডের জন্য গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ধারালো বঁটি উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সকালে বিন্দু এবং বিষ্ণুর মধ্যে তীব্র বচসা হয়। এক পর্যায়ে বিষ্ণু ধারালো বঁটি দিয়ে বিন্দুর ওপর আক্রমণ চালায়। বিন্দুর শাশুড়ি তাঁকে বাঁচাতে গিয়ে নিজেও আহত হন। ঘটনাস্থলেই বিন্দুর মৃত্যু হয়। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক কলহই এই হত্যাকাণ্ডের কারণ। তবে ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখার জন্য তদন্ত চলছে। এসিপি সুবীর রায় জানিয়েছেন, অভিযুক্ত বিষ্ণুকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। ফরেনসিক দলও ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। পারিবারিক কলহের জেরে এক যুবক নিজের বউদিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, নিহত গৃহবধূর নাম বিন্দু রুইদাস। তাঁর দেওর বিষ্ণু রুইদাসকে এই হত্যাকাণ্ডের জন্য গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ধারালো বঁটি উদ্ধার করা হয়েছে।