নিউজ পোল স্পোর্টস ব্যুরো: দ্বিতীয় দিনের পরেই সিডনি টেস্টের ফলাফল হওয়া ছিল সময়ের অপেক্ষা। সেই মতো তিন দিনও লাগল না খেলা শেষ হতে। জসপ্রীত বুমরাহের অনুপস্থিতিতে সিডনিতে আত্মসমর্পণ করল ভারত। ৬ উইকেটে ম্যাচ হারল ভারত। ফর্মে না থাকা অধিনায়ক রোহিত শর্মা দলের স্বার্থে সরে দাঁড়ালেও গড় রক্ষা করতে পারল না ভারত। অস্ট্রেলিয়ার কাছে ১-৩ ব্যবধানে সিরিজ হারল ভারতীয় দল। ২০১৪-১৫ মরসুমের পর প্রথম বার বর্ডার-গাওস্কর ট্রফি জিতল অস্ট্রেলিয়া।
দ্বিতীয় দিনের খেলার শেষে ভারতের সংগ্রহে ছিল ৬ উইকেটে ১৪১। এরপর আর বেশি দূর এগোতে পারেনি ভারত। রবিবার সকালে পর পর আউট হয়ে গেলেন রবীন্দ্র জাডেজা (১৩), ওয়াশিংটন সুন্দর (১২), মহম্মদ সিরাজ (৪) এবং বুমরাহ (শূন্য)। ১৫৭ রানেই ভারতের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যাওয়ার পর জয়ের জন্য অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ১৬২ রান। উল্লেখ্য, পিঠের চোটের জন্য শনিবার ব্রেকের পর ১ ওভার বল করেই উঠে গিয়েছিলেন বুমরাহ। তখনই আশঙ্কা তৈরি হয়েছিল, সিডনিতে তিনি আর বল করতে পারবেন না। রবিবার ব্যাট করলেও পরে আর মাঠে নামেননি তিনি। দলকে নেতৃত্ব দেন বিরাট কোহলি। সকালে খেলা শুরুর আগে বল করার চেষ্টা করেন বুমরাহ। সমস্যা হওয়ায় তাঁকে নিয়ে আর ঝুঁকি নিতে চায়নি ভারত।
বুমরাহীন ভারতীয় নির্বিষ বোলিং আক্রমণের বিরুদ্ধে ১৬২ রানের লক্ষ্যে পৌঁছতে বড় সমস্যা পেতে হয়নি অস্ট্রেলিয়ার। তবে সিডনির ২২ গজের সহজ লক্ষ্যে পৌঁছতে হোঁচট খেতে হয়েছে কামিন্সের দলকে।
অপরদিকে, বুমরাহের অভাব ঢাকতে পারেনি অন্য বোলাররা। কোহলি প্রায় টানা বল করিয়ে গেলেন প্রসিদ কৃষ্ণা এবং মহম্মদ সিরাজকে দিয়ে। একটা সময় প্রসিদ ৫৮ রানে ৩ উইকেট তুলে নিলেও শেষ হাসি হাসল অজিরাই।
অস্ট্রেলিয়ার স্যাম কনস্টাস (২২), স্টিভ স্মিথ (৪), মার্নাস লাবুশেনরা (৬) দ্রুত আউট হয়ে গেলেও ২২ গজের এক প্রান্ত আগলে রেখেছিলেন উসমান খোয়াজা (৪১)। সিরাজ যখন তাঁকে আউট করেন, তখন ম্যাচ প্রায় হাতের মুঠোয় নিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। ১ রানের জন্য এ দিন টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে পারলেন না স্মিথ। ট্রেভিস হেড (অপরাজিত ৩৪) এবং বিউ ওয়েবস্টার (অপরাজিত ৩৯) দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন। দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই দ্রুত রান তুলে ম্যাচ শেষ করে দিতে চেয়েছিলেন অস্ট্রেলীয় ব্যাটসম্যানরা। গোটা ইনিংসে ওভার প্রতি গড়ে প্রায় ৬ রান করে নেন তাঁরা। ২৭ ওভারে ৪ উইকেটে দলের জয়ের জন্য প্রয়োজনীয় ১৬২ রান তুলে নেয় প্যাট কামিন্সের দল। প্রসিদ ৬৫ রান দিয়ে ৩ উইকেট নেন। সিরাজ ৬৯ রানে ১ উইকেট নিলেও বাকিরা সম্পূর্ণ ব্যর্থ।