ব্যাগ ভর্তি কচ্ছপ! গ্রেফতার মহিলা

breakingnews জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি,হুগলি: এক মহিলার ব্যাগ থেকে ২১ টি কচ্ছপ উদ্ধার করল জিআরপি। সোমবার চন্দননগর স্টেশন থেকে এক মহিলাকে আটক করে জিআরপি। ব্যাগ খুলতেই দেখা যায় কচ্ছপ। ২১ টি কচ্ছপ দুটি ব্যাগে ভরে নিয়ে যাচ্ছিলেন এক মহিলা। বিহার থেকে দূন এক্সপ্রেসে ওই কচ্ছপ নিয়ে আসা হচ্ছিল গোপনে বলে খবর। গোপন সূত্রে খবর পেয়ে শেওড়াফুলি জিআরপি চন্দননগর স্টেশন মহিলাকে আটক করে। চন্দননগর স্টেশন লাগোয়া মাছ বাজারের কাছে ব্যাগ তল্লাসীতে কচ্ছপ পাওয়া যায়।
তদন্তের পর জানা যায় বেআইনি ভাবে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল কচ্ছপগুলিকে। তবে বিক্রি করার জন্য কার কাছে নিয়ে যাওয়া হচ্ছিল? বা মহিলার সঙ্গে আর কেউ যুক্ত ছিল কিনা তা এখনও পর্যন্ত স্পষ্ট করে জানা যায়নি। মহিলার সঙ্গে আর কেউ এই কাজে যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখছে জিআরপি।

শীতের মরসুমে কচ্ছপ বিক্রি কয়েকগুণ বেড়ে যায়। শীত পড়তে এবারও জেলায় জেলায় হানা দিলেই দেখা যাচ্ছে রমরমিয়ে চলছে কচ্ছপ বিক্রি। ক্রেতারা কচ্ছপের মাংস খাওয়ার বিষয়ে সচেতন না হলে বিক্রি বন্ধ হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে একাধিক জায়গা থেকে কচ্ছপ উদ্ধারের মতন ঘটনা সত্যিই চিন্তা বাড়াচ্ছে বলে মনে করছেন বনদফতর আধিকারিকরা।