বিয়ের ৭ মাসের মাথায় তরুণীর রহস্যমৃত্যু

জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, বীরভূম: বীরভূমের মহম্মদবাজারে এক তরুণীর রহস্যজনক মৃত্যু ঘিরে মঙ্গলবার রাতে চাঞ্চল্য ছড়ায়। মৃতার নাম সুচিত্রা বাগদি। সাত মাস আগে বীরভূমের হিংলো গ্রামের বাসিন্দা সন্দীপ দাসের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল।

মঙ্গলবার রাতে শ্বশুরবাড়ি থেকে স্ত্রী সুচিত্রাকে নিয়ে নিজের বাড়ি ফিরছিলেন সন্দীপ। রাইপুর ক্যানালের কাছে কাদার মধ্যে এক মহিলার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দেহের পাশে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবক এবং একটি দামি বাইক উদ্ধার হয়।

মৃতার স্বামী সন্দীপ দাসের দাবি, বাড়ি ফেরার পথে কয়েকজন ছিনতাইকারী তাঁদের পথ আটকায়। তারাই তাঁর স্ত্রী সুচিত্রাকে খুন করেছে। এই হামলায় তিনিও আহত হন।

সূত্রের খবর, সুচিত্রার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সন্দীপকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া সত্ত্বেও সন্দীপের বক্তব্যে অসঙ্গতি রয়েছে বলে দাবি করেছে পুলিশ।তদন্তকারীরা জানিয়েছেন, এটি শুধুমাত্র ছিনতাই নয়, অন্য কোনও কারণও থাকতে পারে। সন্দীপের ভূমিকা নিয়ে পুলিশ সন্দেহ প্রকাশ করেছে এবং ঘটনাটির গভীর তদন্ত চলছে। শীঘ্রই রহস্যের সমাধান হবে বলে আশাবাদী তদন্তকারীরা।