নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান: ফুটপাতের ছোটো দোকান থেকে শুরু করে বড় দোকান,মাছ ও সবজি বাজার, ফল ও ফুলের দোকান সর্বত্রই প্রকাশ্যে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারিব্যাগ। এই ক্যারিব্যাগের ব্যবহার বন্ধ করতে অভিযান চালালো কালনা পুরসভার অভিযান। কালনা পুরসভা অভিযান চালিয়ে জরিমানাও করেছে।
জানা গিয়েছে, আজ সকালে কালনা চকবাজারে পৌর আধিকারিক সহ কালনা থানার পুলিশ আধিকারিক নিয়ে হঠাৎই হানা দেয় কালনা চকবাজারে। নিষিদ্ধ হওয়ার পরেও যারা ক্যারিব্যাগের আবেদন করছেন তাঁদেরকে ফাইন করেছেন পৌরসভার আধিকারিকরা।
এর আগেও বারবার সতর্ক করার পরেও ক্যারিব্যাগের ব্যবহার হয়ে আসছে বেশিরভাগ দোকানেই। অভিযান চালিয়ে ক্যারিব্যাগ কিছুদিনের জন্য বন্ধ হলেও, তারপর সেই একই অবস্থায় ফিরে আসে।
এই বিষয়ে পুরসভার জঞ্জাল বিভাগের সভাপতি অনিল বসু জানান, আমরা দীর্ঘদিন ধরেই জানিয়েছি প্রচার করেছি, ক্যারিব্যাগ ব্যবহার না করার জন্য, যতক্ষণ না সম্পূর্ণরূপে এই ব্যবহার বন্ধ হচ্ছে ততদিন পর্যন্ত আমরা প্রচার কর্মসূচি এবং ধরপাকড় জারি রাখবো। আজকেও চারজনকে ফাইন করা হয়েছে।
কিছু ব্যবসায়ীদের মতে, ক্রেতারা চায় বলেই ক্যারিব্যাগ রাখতে হয়। না দিলে জিনিস না কিনেই ফিরে যায়। ক্রেতাদের জোড়েই প্লাস্টিকের ক্যারিব্যাগে জিনিস দিচ্ছেন তাঁরা। কিন্তু ব্যবসায়ীদের যুক্তি মানতে নারাজ প্রশাসন। সরকারি নিষেধাজ্ঞা না মেনে প্লাস্টিক ব্যবহার করলে জরিমানা হবে বলে জানিয়েছেন পুরসভা কর্তৃপক্ষ।