পেশায় ‘আয়কর’ নেশায় খেলা

ক্রীড়া দেশ

নিউজ পোল স্পোর্টস ব্যুরো:- ভারতীয় ক্রিকেট দলের স্পিনার যুগবেন্দ্র চাহাল একটি মর্যাদাপূর্ণ সরকারি চাকরি করেন সেই ব্যাপারে হয়ত অনেকেই জানেন না। তিনি ভারতের আয়কর বিভাগ কর্তৃক আয়কর কর্মকর্তা হিসেবে নিযুক্ত হন। এরপর থেকেই চাহালের ইনকাম নিয়ে ভক্ত ও অনুসারীদের প্রবল আগ্রহ জন্মেছে।

যুগবেন্দ্র চাহাল একজন আয়কর কর্মকর্তা হিসেবে সরকারি চাকরি করেন, সেখান থেকে তাঁর প্রতি মাসে আয় ৪৪,৯০০ থেকে ১,৪২,৪০০ টাকা পর্যন্ত উপার্জন করেন। ২০১৮ সালে দক্কিন আফ্রিকা সফর থেকে ফিরে চাহাল আয়কর কর্মকর্তা পদে নিযুক্ত হন। একদিকে আয়কর বিভাগ অন্যদিকে ক্রিকেট দ্বৈত কর্মজীবন এর সঙ্গে যুক্ত থাকতে পারছেন।

আয়কর বিভাগ সূত্রে খবর একজন বিশিষ্ট ক্রিকেটার যুগবেন্দ্রা চাহালের আনুমানিক নেটমূল্য ৪৫ কোটি যা তাঁর ক্রিকেট জাতীয় দল থেকে বেশিরভাগটাই আসে। এর মধ্যে ১৮ কোটি টাকা আসে আইপিএল থেকে। সম্প্রতি তিনি কিংস পাঞ্জাব ইলেভেনের সঙ্গে যুক্ত হয়েছেন। এছাড়াও তিনি ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে আয় করেন। তাঁর সংগ্রহে কয়েকটি বিলাসবহুল গাড়ি রয়েছে যেমন – পোর্শে কেয়েন এস এবং ল্যাম্বরগিনি সেন্টেনারিওর।

চাহাল ছাড়াও বেশ কয়েকজন ক্রিকেটার সম্মানিত সরকার পদে চাকরি করেন ——

এম এস ধোনি – লেফটেন্যান্ট কর্নেল
শচীন টেন্ডুলকার – গ্ৰুপ ক্যাপ্টেন
কে এল রাহুল – আরবিআই এর সহকারী ব্যবস্থাপক
যোগিন্দর শর্মা – ডেপুটি সুপারিটেনডেন্ট অফ পুলিশ)

সম্প্রতি চাহালের সঙ্গে তাঁর স্ত্রী ধনশ্রী ভার্মার বিচ্ছেদের গুঞ্জন উঠেছে। তাঁরা টোটো সালে বিয়ে করেন। সোশ্যাল মিডিয়ায় তাঁরা একে অপরকে আনফলো করেছেন। এছাড়া ধনশ্রী তাঁদের সমস্ত ছবি সোশ্যাল মিডিয়া থেকে মুছে দিয়েছেন। এরপর চাহাল একটি ফটো পোস্ট করেন সেখানে এক রহস্যময়ী নারীর সঙ্গে দেখা যায়। এর থেকে অনেকের ধারণা চাহাল হয়ত আবার নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন।