নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সিদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা ৩০ টাকা, যাতে হয় না ট্রেনের টিকিট…..’ ভাইরাল এই লাইনগুলি একবারও শোনেননি এমন মানুষের সংখ্যা বর্তমানে বিরল। পরোটা বিক্রি এখন অতীত, ধরা নয়া অবতারে।
ভাইরাল রাজুদার পকেট পরোটা বর্তমানে মাত্রা ছাড়িয়েছে জনপ্রিয়তার। শুধু পরোটা খেতে নয় সকাল থেকে তাকে একবার দেখার জন্য ভিড় জমে রাস্তায়। লম্বা লাইন পেরিয়ে তপস্যা করলে তবে দেখা মেলে রাজুদার। তবে রাজুদা কিন্তু সবার! কেন বলছি জানেন? কারণ সাদামাটা পোশাকের খেটে খাওয়া রাজু দা আজ ও সেই রাস্তার ধারেই রয়েছেন একইভাবে। নিজের সরলতা দিয়ে সকলের মন জয় করেছেন তিনি। বর্তমানে সকাল থেকে সারাদিন ব্লগারদের সঙ্গেই কাটছে তার দিন। কখনো বিরক্তি প্রকাশ কখনো বা নিজেই হাসিমুখে করছেন ভিডিও। এভাবে পরোটা বিক্রি করেই নাম কামিয়েছেন তিনি। পৌঁছে গেছেন জনপ্রিয়তার চূড়ায়। জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন ‘রাজুদার পকেট পরোটা’ নামে।
কিন্তু এবার নাকি সেই রাজুদাই নামছেন অভিনয়ে! তবে কি সিনেমায়? সত্যি এই খবর? প্রশ্ন অনেকেরই।
হ্যাঁ, ঠিকই শুনেছেন ফুটপাতের পরোটা বিক্রি থেকে সরাসরি অভিনয়ে নামছেন ভাইরাল রাজুদা। এবার ফুটপাত থেকে সরাসরি দাঁড়াচ্ছেন ক্যামেরার সামনে। এরইমধ্যে ফেসবুক পেজ থেকে করা হয়েছে পোস্ট। আর এরপরেই আরেক কান্ড! এই ঘটনার পরেই আরো বেশি করে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় হট্টগোল। রাজুদার নতুন অবতারের বইছে কমেন্টের ঝড়।
জানা গিয়েছে একটি ওয়েব সিরিজের জন্য ইনভাইট পেয়েছেন রাজুদা। অতি শীঘ্র ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে দেখা যাবে তাকে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে স্পষ্ট করেননি রাজুদা। তবু ওয়েবের প্রচারকে ঘিরে এরই মধ্যে মারাত্মক হইচই।
প্রথমে হইচই-এর প্রোমোশনাল ভিডিও শুটের মাধ্যমে পরোটা বিক্রির স্টাইলেই সংলাপ বলার অভিজ্ঞতা হয়েছিল রাজুদার। তবে ওয়েব সিরিজের পুরো নাম এখনই প্রকাশ্যে আনা হয়নি, সবটাই সূত্র মারফত খবর।
তবে এসবের মাঝেও রাজুদা তার ঝলক দেখাতে ভোলেননি। তিনিও খুশি হয়ে পরিচালকের জন্য নিয়ে গিয়েছিলেন উপহার। কি জানেন? কেনো ওই যে সেই যকের ধণ পকেট পরোটা! সঙ্গে ছিল কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, অ্যাপেল পেঁয়াজ আর একটা সেদ্ধ ডিম। এখন একটাই আকর্ষণ, তবে কি পরোটার মত আবারও অন্য অবতারেও বাজিমাত করবেন রাজুদা? যা দেখা শুধুই সময়ের অপেক্ষা।