নিজস্ব প্রতিনিধি, হুগলি: হুগলির পেয়ারা বাগানের মাঠে একটি চিল ইঁদুর শিকারের চেষ্টা করতে গিয়ে কুকুরের আক্রমণে গুরুতরভাবে আহত হয়। ডানায় চোট লাগায় উড়তে অক্ষম চিলটিকে উদ্ধার করে চুঁচুড়ার রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান দুই যুবক, অর্ঘ্য দে এবং অঞ্জন ঘোষ। তাঁদের প্রচেষ্টায় চিলটির প্রাণ বাঁচে।
অর্ঘ্য ও অঞ্জন জানান, “আমরা পেয়ারা বাগানের মাঠে বসেছিলাম। এখানে মাঝে মধ্যেই চিল পুকুর পাড়ে ইঁদুর শিকারের জন্য আসে। হঠাৎ দেখি, একটি চিল কুকুরের আক্রমণে আহত হয়েছে। ডানায় গুরুতর আঘাত পাওয়ায় ওড়ার ক্ষমতা হারিয়ে ফেলে। আমরা তাকে তুলে নিয়ে দ্রুত চুঁচুড়ার রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসি।” অর্ঘ্য ও অঞ্জন বলেন, “চিকিৎসার পর চিলটি কিছুটা সুস্থ হয়েছে। আমরা বন দফতরের সঙ্গে যোগাযোগ করছি। পুরোপুরি সুস্থ হওয়ার পর আমরা তাকে আকাশে উড়িয়ে দেব।”
রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের পশু চিকিৎসক মিত্র জানান, “চিলটিকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়, তখন তার অবস্থা অত্যন্ত খারাপ ছিল। চিলটির বয়স বছর পাঁচেক হবে। আমরা সঙ্গে সঙ্গেই দুটি ইঞ্জেকশন দিই এবং ওরাল ড্রপও দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই চিলটি ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে। পরে সে উড়ে গিয়ে পাশের একটি ঘরে বসে। তাকে আরও কিছু ওষুধ দেওয়া হয়েছে। আশা করছি, দুই-তিন দিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে যাবে।”