নিউজপোল বিনোদন ব্যুরো: আচমকাই সোশ্যাল মিডিয়ায় রোষানালের মুখে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সমাজমাধ্যমের পাতায় চোখ রাখলে দেখা যায় মঙ্গলবার দিনভর পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ক তীব্র আক্রমণ চালায় নেটিজেনরা। এরপরের দিন বুধবার শিবপ্রসাদ ও তাঁর স্ত্রী জিনিয়া কে ভবানী ভবনের গোয়েন্দা দফতরে দেখতে পাওয়া যায়। যদিও কি বিষয়ে তাঁরা ভবানী ভবানী গেছেন তা নিয়ে মুখের কুলুপ এঁটেছেন তারকা দম্পতি।
কিন্তু কি কারণে সমাজমাধ্যম এত তোলপাড়? গত ২০ ডিসেম্বর রিলিজ হয় ‘খাদান’। ‘খাদান’ দেখার পর দেব বলেন, ‘বহুরূপী হল ওয়ান অফ দ্য বিগেস্ট হিট মুভি আর এই সাফল্য খাদানকে সাহায্য করেছে দর্শককে ধরে রাখার জন্য’। তারপরেই শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে আক্রমণ করতে শুরু করেন দেব ভক্তরা। তাঁর স্ত্রী জিনিয়া সমাজ মাধ্যমে কয়েকটি মন্তব্যের স্ক্রিনশট পোস্ট করেন, যেখানে দেখা যায় অনেকেই কুরুচিকর মন্তব্য ও গালিগালাজ
করেছেন শিবপ্রসাদকে। এর পাল্টা উত্তরও দেন পরিচালক তথা অভিনেতার স্ত্রী। তিনি বলেন, ‘ফ্যান ক্লাবের উপদ্রব এবং হুমকি সোশ্যাল মিডিয়া লাইফের একটা অংশ। অন্তহীন ট্রোলিং , মুক্তির দিনে কাউন্টার ভোটিং আমাদের সিনেমাকে আটকাতে পারেনি আর পারবেও না। ঠিক যেমনটা পুষ্পা বলেছিল হাম ঝুকেগা নেহি…..।’
এর জেরে ২৪ ঘন্টা কাটতে না কাটতেই শিবপ্রসাদ ও জিনিয়াকে ভবানী ভবনের সামনে দেখা যায়। কিন্তু কি কারণে তাঁরা গিয়েছিলেন সে বিষয়ে সঠিক কিছু জানা যায়নি। তবে নেটাগরিকদের একাংশ মনে করছেন অভিযোগ জানাতেই হয়ত ওই দম্পতি ভবানী ভবনে পৌঁছে গিয়েছিল। অন্যদিকে সূত্রের খবর, গুরুত্বপূর্ণ কোন কারণেই নাকি রাজ্য পুলিশের গোয়েন্দা দফতরের পুলিশ কর্তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সেই ছবি ক্যামেরাবন্দি করেছেন নেটনাগরিকরা আর সেটি মুহূর্তের মধ্যেই ভাইরাল। তবে নালিশ জানাতে নাকি নিজের ব্যক্তিগত কারণে তিনি ভবানী ভবনে উপস্থিত হয়েছেন তা নিয়ে দ্বন্দ্বে সাধারণ মানুষ।