কোচবিহার ক্রীড়া সংস্থায় প্লাটিনাম জুবিলী উদযাপন

জেলা

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় এক মশাল মিছিলের আয়োজন করা হয়। এই মশাল মিছিল কোচবিহার শহরজুরে পরিক্রমা করে। আজ বুধবার সকালে এই উপলক্ষে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিল।

বুধবার সকালে শোভাযাত্রা করে অনুষ্ঠানিকভাবে শুভসূচনা করেন। এই অনুষ্ঠানে প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিল ছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক সৌমেন দত্ত, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুব্রত দত্ত ছাড়াও জেলার অনেক ক্রীড়া প্রেমীরা উপস্থিত ছিলেন। যে মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে পুরোটা পরিদর্শন করেন সন্দীপ পাতিল। প্রতিযোগিতার সাথে তিনি কথাও বলেন।