চুক্তিবদ্ধ ‘ইকো ইন্ডিয়া’

কলকাতা শহর শিক্ষা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পৌর সংস্থার শিশুশিক্ষা কর্মসূচির অধীনে শিশু শিক্ষা কেন্দ্রের সঙ্গে চুক্তিবদ্ধ হল স্বেচ্ছাসেবী সংগঠন ইকো ইন্ডিয়া। বুধবার কলকাতা পৌর সংস্থার এক কনফারেন্সের মাধ্যমে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানের মাধ্যমে কলকাতা পৌর সংস্থার শিক্ষা বিভাগের মেয়র পরিষদ সন্দীপন সাহা এবং মৌ স্বাক্ষরিত করেন ইকো ইন্ডিয়া।

স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা সন্দীপ বল্লা কলকাতা পৌর সংস্থার শিশুশিক্ষা কেন্দ্রগুলিতে পদ্ধতিগত ভাবে নতুন প্রযুক্তি ব্যবহার করেন। প্রসঙ্গত, কলকাতা পৌর সংস্থার অধীনে প্রায় ৬৯ টি শিশু শিক্ষা কেন্দ্র রয়েছে, যেখানে প্রায় ২ হাজার ২০০ শিশুরা শিক্ষা গ্রহণ করে। তাদের জন্য ১৫০ টি সহায়িকা শিশু শিক্ষা কেন্দ্র রয়েছে। যেখানে পড়াশোনা ছাড়াও তাদের মিড ডে মিল পরিবেশনের কাজ করে থাকেন। সহায়িকাদের প্রশিক্ষণ দিয়ে উন্নততর শিক্ষা পদ্ধতির ব্যবহারের জন্য কর্মশালার আয়োজন করা হবে বলে জানালেন শিক্ষা বিভাগের মেয়র পরিষদ সন্দীপন সাহা।

এদিন কলকাতা পৌর সংস্থার শিক্ষা বিভাগের সঙ্গে ইকো ইন্ডিয়ার চুক্তিবদ্ধ হয়। এদিন প্রশ্ন করা হয়, আদৌ কি কলকাতা পৌর সংস্থার অধীনে থাকা শিশু শিক্ষা কেন্দ্রগুলির হাল ফিরবে? এই প্রশ্নের উত্তরে মেয়র পরিষদ শিক্ষা বিভাগ সন্দীপন সাহা জানান, তাঁরা কলকাতা পৌর সংস্থার স্কুলকে মডেল স্কুল গড়ে তুলছে। যাতে কলকাতা পৌর সংস্থার অন্তর্ভুক্ত স্কুল গুলির শিক্ষার মান আরো উন্নততর করা সম্ভব হয়।

তবে কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে স্কুল ড্রপ আউটের সংখ্যা লাগাতার বৃদ্ধি পাচ্ছে। সেই প্রশ্নের উত্তরে সন্দীপন সাহা জানান যে, আসলে মানুষের আর্থসামাজিক অবস্থার প্রভাব শিক্ষাক্ষেত্রে পড়ছে। যার ফলে ড্রপ আউটের সংখ্যা বাড়তে পারে। তবে কলকাতা পৌর সংস্থার প্রায় ২২০ টি পৌর স্কুল গুলিতে ছাত্রছাত্রী বৃদ্ধি পেয়েছে বলে দাবি করলেন মেয়র পরিষদ শিক্ষা বিভাগ সন্দীপন সাহা।

এদিন কলকাতা পৌর সংস্থার সঙ্গে ইকো ইন্ডিয়া চুক্তিবদ্ধ হওয়ায় শিশু শিক্ষা কেন্দ্রের হাল ফেরাতে উদ্যোগ গ্রহণ করা হল। তবে প্রশ্ন একটাই আদৌ কি শিশু শিক্ষা কেন্দ্রগুলি কি হাল ফিরবে? না একই অবস্থা থেকে যাবে কলকাতা পৌর সংস্থার শিশু শিক্ষা কেন্দ্রগুলির?