নিউজ পোল ব্যুরো: নিজের জন্ম বৃত্তান্ত নিয়ে ১৮০ ডিগ্রি ঘুরে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা, ‘আমিও সাধারণ মানুষ। কোনও দেবতা নই!’ উল্লেখ্য, লোকসভা ভোটের আগে বিভিন্ন জনসভায় প্রধানমন্ত্রীকে বলতে শোনা গেছিল, ‘তাঁর জন্ম কোনও জৈবিক প্রক্রিয়ায় হয়নি। তাঁর শক্তির উৎস ঈশ্বর প্রদত্ত!’ এই বক্তব্য নিয়ে রাজনৈতিক ও বিরোধী দলগুলির বিশেষ করে কংগ্রেসের তরফে তীব্র শ্লেষ ও বক্রোক্তি শুনতে হয় তাঁকে। এবার সেই মোদীর মুখেই শোনা গেল, এর ঠিক উল্টো কথা। আর যথারীতি তা নিয়েও শুরু হয়ে গেছে কটাক্ষ।
সম্প্রতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জেরোধা’র অন্যতম কর্ণধার শিল্পপতি নিখিল কামাথের পডকাস্টে অতিথি হিসাবে অংশ নিয়েছিলেন। ওই পডকাস্টের যে প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। সেখানেই প্রধানমন্ত্রীকে বলতে শোনা গেছে, ‘আমিও সাধারণ মানুষ। কোনও দেবতা নই।’ বিশেষজ্ঞ মহলের ধারণা, পূর্বের বক্তব্যের সাফাই প্রসঙ্গেই নরেন্দ্র মোদী বলেন, ‘মুখ্যমন্ত্রী থাকাকালীন একটা ভাষণে মন্তব্য করেছিলাম। কিন্তু ভুল তো আমারও হয়। আমিও মানুষ।’ যদিও তিনি নিজে ঠিক কী প্রসঙ্গে ওই কথা বলেছেন, তা এখনও স্পষ্ট নয়।
তবে প্রধানমন্ত্রীর এই মন্তব্যকেই হাতিয়ার করে লোকসভা ভোটের আগে তাঁর করা মন্তব্যকে টেনে কটাক্ষ করতে ছাড়ছেন না বিরোধী ও কংগ্রেস দল। তাঁরা উল্লেখ করছেন, সেই সময় প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, তিনি ঈশ্বরের বরপুত্র। এমনকী তাঁর জন্ম আর পাঁচটা সাধারণ মানুষের মতো জৈবিক প্রক্রিয়ায় হয়নি! লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘মা যতদিন বেঁচে ছিলেন আমার মনে হত, হয়তো জৈবিক প্রক্রিয়ায় আমার জন্ম হয়েছে। কিন্তু মায়ের মৃত্যুর পর নানা রকম অভিজ্ঞতা থেকে আমি নিশ্চিত হই যে, আমাকে পরমাত্মাই পাঠিয়েছেন। কারণ এত শক্তি আমি কোনও জৈবিক প্রক্রিয়া থেকে পাইনি। ঈশ্বরই আমাকে এই শক্তি ও সামর্থ্য প্রদান করে আমাকে দিয়ে কাজ করাতে চাইছেন। প্রেরণাও যোগাচ্ছেন তিনিই।’
তাই রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, পূর্বের বক্তব্যের কটাক্ষের জবাব হিসেবেই এই পডকাস্টে এই বক্তব্যের অবতারণা করেছেন।