ঘন কুয়াশা! সংঘর্ষে জড়াল একের পর এক গাড়ি

Uncategorized

নিউজ পোল ব্যুরো: শুক্রবার সকালে ঘন কুয়াশার জেরে দিল্লি-লখনউ জাতীয় সড়কে ছয়টি গাড়ির একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরে। এই দুর্ঘটনায় প্রত্যেকটি গাড়ির বনেটের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কুয়াশার কারণে দৃশ্যমান্যতা কম থাকায় একটি গাড়ি তার সামনে থাকা আরেকটি গাড়িকে ধাক্কা মারে। এই ঘটনার জেরে অন্যান্য কয়েকটি গাড়িরও একে অপরের সঙ্গে ধাক্কা লাগে। দৃশ্যমান্যতা কম থাকায় দিল্লিতে সড়ক দুর্ঘটনা একের পর এক বেড়েই চলেছে।

শুক্রবার সকালে দিল্লি-এনসিআর অঞ্চলটি ছিল ঘন কুয়াশার চাদরে ঢাকা। পালাম, অমৃতসর, আগ্রা, এলাহাবাদ, হিল্ডন, কানপুর বিমানবন্দরগুলোতে দৃশ্যমান্যতা শূন্যে নেমে আসে। সকাল ৮টায় বারাণসী বিমানবন্দরে মাত্র ২০ মিটার ও লখনউ বিমানবন্দরে মাত্র ৫০ মিটার দৃশ্যমান্যতা ছিল। এর ফলে ১৫০টিরও বেশি বিমান এবং প্রায় ২৬টি ট্রেন দেরিতে চলাচল করে। দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড(DIAL) জানিয়েছে ঘন কুয়াশার কারণে বিমান চলাচলে সমস্যা দেখা দিয়েছে। তবে, তাঁরা আশ্বাস দিয়েছেন CAT III সিস্টেমে সক্ষম বিমানগুলি দিল্লি বিমানবন্দরে অবতরণ ও উড়ান করতে পারবে। ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৬ সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস থাকবে। শনিবার দিল্লিতে বজ্রসহ বৃষ্টিপাত এবং রবিবার সাধারণত মেঘাচ্ছন্ন আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী সপ্তাহেও ঘন কুয়াশার পরিস্থিতি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে ভারতীয় আবহাওয়া দফতরের তরফ থেকে।