হবে সন্দেশ হাব, চলছে জমি চিহ্নিতকরণের কাজ

জেলা রাজনীতি রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুন্দরবনের দ্বীপভূমি সন্দেশখালি। যা এক সময়ে পরিচিত হয়ে ওঠে মহানায়ক উত্তমকুমারের হাত ধরে। এখানেই শুটিং হয়েছিল দ্বিভাষিক ছবি ‘অমানুষ’। মূলত রয়্যাল বেঙ্গল টাইগার ও ঘূর্ণিঝড়ের মত প্রাকৃতিক দুর্যোগের শিকার হয় এই অঞ্চলের বাসিন্দারা।

কিন্তু ২০২৪ সালের ৫ জানুয়ারি তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডির অভিযানের পর নতুন পরিচয় চিহ্ন বদলে যায়। তার পরে কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠে সন্দেশখালি। বাঁশ লাঠিসোঁটা ঝাঁটা নিয়ে বাড়ির মেয়েরা পথে নামেন। তারপরে বিরোধীরা সরব হয়। শুরু হয় রাজনৈতিক তরজা। তোলপাড় শুরু হয় রাজ্য রাজনীতিতে। তার পরে নির্বাচনে জয়লাভের পর সক্রিয় হয়ে উঠে রাজ্যের শাসক দল হারানো রাজনৈতিক জমি উদ্ধার করতে।

সম্প্রতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দেন নির্বাচনে জয়লাভ করলে তিনি সন্দেশখালির মানুষের সঙ্গে সরাসরি দেখা করতে যাবেন। সেই আশ্বাস মত তিনি ৩০ ডিসেম্বর সন্দেশখালিতে যান। বিভিন্ন সরকারি কর্মসূচি ঘোষণার পর তিনি সন্দেশখালিতে সন্দেশ হাব তৈরি করার জন্য ইচ্ছাপ্রকাশ করেছিলেন। তার পরেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন। জমি চিহ্নিতকরণ থেকে পরিদর্শন করে সমীক্ষা করে স্থানীয় প্রশাসন। সমীক্ষায় কোন জমিতে সন্দেশ হাব তৈরি করলে সুবিধা হবে। কি ভাবে তৈরি হবে সন্দেশ হাব, তার প্রাথমিক সমীক্ষার রিপোর্ট এরই মধ্যে নবান্নে পাঠিয়েছে উত্তর ২৪ পরগনার জেলা প্রশাসন।

মুখ্যমন্ত্রী সন্দেশ হাব তৈরি করার কথা ঘোষণার পর প্রায় এক একর জমিতে সন্দেশ হাব তৈরি করার প্রস্তুতি শুরু হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। জানা গেছে, সন্দেশখালি ১ নম্বর ব্লকের ৪৫৯৬ একর জমি এর জন্য চিহ্নিত করা হয়েছে। এছাড়া সন্দেশখালিতে প্রায় ৭০৬৯ একর জমি রয়েছে। তাই সন্দেশ হাব তৈরি করার জন্য জমির সমস্যা নেই বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তবে আরও সমীক্ষার কাজ এখনও চলছে। তার জন্য স্থানীয় ব্যবসায়ী সহ দোকানীদের সঙ্গেও কথা বলা হচ্ছে। এলাকার চাহিদা অনুযায়ী এখানে কোন মিষ্টি বা কোন সন্দেশ জনপ্রিয় তাও খতিয়ে দেখা হচ্ছে।

এছাড়া সন্দেশ হাবের প্রচার ও প্রসারের ওপরে বিশেষ জোর দেওয়ার পরিকল্পনা রয়েছে জেলা প্রশাসনের। সূত্রের খবর জেলাশাসক শরদ কুমার দ্বিবেদি আগামী ১২ জানুয়ারি সন্দেশখালি ২ নম্বর ব্লক অঞ্চল পরিদর্শন করবেন। যেখানে স্থানীয় মানুষের পাশাপাশি ব্যবসায়ী ও দোকানদার সঙ্গে কথা বলে তাঁদের মতামত জানতে কথা বলবেন বলে সূত্রের খবর।