নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়ার বাগনান এলাকায় শুক্রবার রাতে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আন্টিলা কালীতলায় অবস্থিত একটি চিপসের গোডাউনে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন এতটাই দ্রুত ছড়িয়ে পরে যে গোডাউনটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে। অনেকেই বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। সূত্রের খবর, শুক্রবার রাতে আন্টিলার ওই চিপসের গোডাউনে আচমকাই আগুন লেগে যায়। গোডাউনটিতে প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল, যার কারণে আগুন মুহূর্তের মধ্যেই ব্যাপক আকার ধারণ করে। দাহ্য পদার্থের উপস্থিতির ফলে আগুনের লেলিহান শিখা দ্রুত গোটা গোডাউনে ছড়িয়ে পরে।
হটাৎ করে আগুন দেখে এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। গোডাউনের চারপাশ থেকে আগুনের শিখা ও ধোঁয়া উঠতে দেখে লোকজন আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন। স্থানীয়রা দ্রুত দমকল বিভাগে খবর পাঠান এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় দমকলের একটি এঞ্জিন। দমকলকর্মীরা প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। দমকল বিভাগের প্রাথমিক অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটতে পারে। তবে আগুন লাগার সঠিক কারণ জানতে এরিইমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। দমকলকর্মীরা গোডাউনের মালিক এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ সংগ্রহ করছেন। এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও পুরোপুরি জানা যায়নি। তবে গোডাউনে মজুত চিপস এবং অন্যান্য পণ্য সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। স্থানীয় প্রশাসন এবং দমকল বিভাগ এই ধরনের দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক ব্যবস্থার সঠিক রক্ষণাবেক্ষণের উপর জোর দিয়েছে। বিশেষ করে যেখানে দাহ্য পদার্থ মজুত থাকে, সেসব স্থানে বাড়তি সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে।