নিউজ পোল ব্যুরো: জীবনে জয়লাভ করতে কে না চায়, আর সেই জয়লাভ যদি এক বাঁদরের সঙ্গে লড়াইয়ের পর হয় তাহলে কেমন লাগবে,অবাক হওয়ার কিছুই নেই এমনই এক বিরল ঘটনা ঘটেছে এক শপিং মলে। যা রীতিমতো নজর কেড়েছে সকলের।
উত্তরপ্রদেশে ঝাঁসির সিটি কার মলে এমন এক ঘটনা ঘটল যা একদিকে যেমন ভয়ের, তেমনিই হাসির। একটি বাঁদর এক তরুণীর উপর হটাৎ আক্রমণ চালিয়ে তাঁর জুতো ছিনিয়ে নিয়ে এমন এক কাণ্ড ঘটাল যাতে গোটা মল জুড়ে একেবারে হৈ হৈ ব্যাপার। এই ঘটনার একটি ভিডিও এরিইমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে বাঁদরটি মলের এক দোকানে ঢুকে তান্ডব চালাচ্ছে। দোকানের কর্মীরা বাঁদরটিকে ধরার জন্য একটি কম্বল নিয়ে তার পিছনে ছুটছে। কিন্তু বাঁদর মশাই যেন কোনো অ্যাকশন মুভির নায়ক হয়ে উঠেছে-ধরা যেন দিতেই চাইছেনা সে।
মলে থাকা এক তরুণীর মাথায় হটাৎ করেই ওই বাঁদরটা চড়ে বসে। বাঁদরটি মাথায় চড়ে বসাতে ওই তরুণী আতঙ্কে মেঝেতে বসে পরে। আর বাঁদরটি সেই সুযোগে পুরো মলটাকে নিজের আয়ত্তে এনে অবাধে তান্ডব চালিয়ে যায়। মলের কিছু লোক বাঁদরটাকে কলা দিলেও সে যেন শান্ত হওয়ার পাত্র নয়। কলা নিয়ে তার যেন কোন উৎসাহই নেই। সে তার নিজের কাজকর্ম নিয়েই দিব্যি ব্যস্ত। কোন কিছু করেই বাঁদরের মন গলাতে পারেননি মলের কর্মীরা। হাজার চেষ্টা করেও মলের কর্মীরা বাঁদরটিকে ধরতে পারছিলেন না। সে যেন একেবারে সুপারহিরো। একবার নয় দু’বার নয় প্রত্যেকবারই সে কম্বলের ফাঁদ এড়িয়ে পালিয়ে যায়। এরপর দোকানে আরেক দফা তাণ্ডব শুরু করে সে। কখনও কাপড়ের স্ট্যান্ডের উপর বসছে, আবার কখনও প্রোডাক্টের শেলফ ঘেঁটে মনের আনন্দে দৌড়াদৌড়ি করছে।
মলের ভিতর উপস্থিত ক্রেতারা কেউ আতঙ্কে, কেউ আবার মজা পেয়ে ঘটনাটি উপভোগ করছেন। কেউ কেউ ভিডিও তুলতে ব্যস্ত। বাঁদরের এমন তাণ্ডব দেখে মলের কর্মীরা রীতিমতো হিমশিম খাচ্ছেন। তবে জুতোটা বাঁদরটা পরবর্তীতে ওই তরুণীকে আর ফেরত দেয়নি। ওই জুতো সে তার নিজের কাছেই এক ট্রফি হিসাবে রেখে দিয়েছে।