কে এল রাহুলের ছুটির আবেদন খারিজ করল বোর্ড

ক্রীড়া দেশ

নিউজ পোল স্পোর্টস ব্যুরো : ইংল্যান্ড-ইন্ডিয়া টেস্ট সিরিজ থেকে ছুটি নিতে চেয়েছিলেন ভারতীয় উইকেটরক্ষক তথা ব্যাটার কে এল রাহুল। ক্রিকেট বোর্ড বিসিসিআই প্রথমে এই আবেদন মঞ্জুর করলেও পরে সেই আবেদন খারিজ করে দেয়। আগত চ্যাম্পিয়ন ট্রফির কথা মাথায় রেখে বোর্ডের এই সিদ্ধান্ত। তাই চ্যাম্পিয়ন ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ তাঁকে দিয়ে খেলতে চাইছেন বোর্ড।

উল্লেখ্য, চলতি মাসেই বাবা হতে চলেছেন কে এল রাহুল। সেই কারণেই তিনি ছুটি নিতে চেয়েছিলেন। তাই তিনি ১৯ জানুয়ারী থেকে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ, ৬ ফেব্রুয়ারী থেকে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন রাহুল। কিন্তু তিনি চ্যাম্পিয়ন ট্রফি খেলতে চান আর এই মর্মে বোর্ডকে আবেদন জানায়।

বোর্ডের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, ‘প্রথমে রাহুলকে বিশ্রাম দেওয়ার কথা ভাবা হয়েছিল। উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব সামলাতে পারে এবং ওয়ান ডে ক্রিকেটে মিডিল অর্ডারে খেলে। চ্যাম্পিয়ন ট্রফির কথা মাথায় রেখে ওকে ওয়ান ডে খেলানো হবে।’ টি-২০ থেকে অনেক দিন আগে ব্যাড পড়েছেন রাহুল। কিন্তু ওয়ান ডে তে উইকেটরক্ষক হিসেবে ঋষভ পন্থবা সঞ্জু স্যামসন থেকে রাহুলকে এগিয়ে রাখছে বোর্ড। তাই চ্যাম্পিয়ন ট্রফির আগে ম্যাচ প্রাকটিস দেওয়ার জন্য রাহুলের ছুটির আবেদন বাতিল করেছে বোর্ড। স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠছে বাবা হওয়ার জন্য ছুটি পেয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মা তাহলে রাহুলের সেই ছুটি আবেদন মঞ্জুর হল না কেন?