নিউজ পোল ব্যুরো: মানুষের নৈতিকতা কতটা নিচে নামতে পারে তার প্রমান আবারও মিলল। এবার মন্দিরের প্রণামী বাক্সেও চলল অবাধে লুঠপাট। শুক্রবার দীঘার পুরোনো জগন্নাথ মন্দিরে চুরি হল প্রনামীর টাকা। গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশি নজরদারির ভূমিকাও নিয়ে উঠছে প্রশ্ন। দীঘা থানার খুব কাছেই অবস্থিত ওল্ড দীঘার পুরোনো জগন্নাথ মন্দির। এই মন্দিরকেই নির্মীয়মান জগন্নাথধামের ‘মাসির বাড়ি’ হিসেবে ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই ঐতিহাসিক মন্দিরেই চুরির ঘটনায় এলাকাবাসীদের মধ্যে শোরগোল পরে গিয়েছে। কীভাবে এই চুরির ঘটনা ঘটল তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রশ্নের সৃষ্টি হয়েছে।
সূত্রের খবর, গভীর রাতে দুষ্কৃতীরা মন্দিরের গ্রিলের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর মন্দিরে থাকা প্রণামী বাক্সের তালা ভেঙে ভিতরে থাকা নোট এবং খুচরো পয়সা নিয়ে চম্পট দেয়। একেবারে সাফ করে ফেলে প্রণামী বাক্সটি। শুক্রবার সকালে মন্দিরে আসা ভক্তরা টের পান চুরির বিষয়টা। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতেই চুরির পুরো ঘটনার ছবি উঠে আসে। খবর পেয়ে দীঘা থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে।
মন্দির কমিটির সভাপতি সুশীল প্রধান বলেন, “প্রণামী বাক্স ভেঙে চুরি হয়েছে। এই পুরোনো জগন্নাথ মন্দির এখন মাসির বাড়ি হিসেবে পরিচিত হচ্ছে। জগন্নাথধামের মতো ঐতিহাসিক নিদর্শনের অংশ হতে চলেছে এই মন্দির। বহু পর্যটক এখন এই মন্দির দর্শনে আসছেন। কিন্তু এই চুরির পর ভবিষ্যতে বিগ্রহসহ মন্দিরের অন্যান্য সামগ্রী চুরি হবে না, তা কেউই জোর দিয়ে বলতে পারছে না।”