নিউজ পোল ব্যুরো: নিম্ন মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত পরিবারগুলির ভবিষ্যতের আর্থিক চাহিদা মেটাতে একটি বিশেষ স্কিম চালু করেছে এস বি আই (স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া)। স্কিমটি রেকারিং ডিপোজিট স্কিম। স্কিমটির নাম হর ঘর লাখপতি। এই স্কিমটি বিরাট সুদ দেবে গ্রাহকদের। এছাড়াও অন্যান্য আরও অনেক সুবিধা পাবেন গ্রাহকরা। অল্প সঞ্চয়ে মোটা অঙ্কের টাকা পাবেন গ্রাহকরা। সময়কাল ৩ থেকে ১০ বছর।
স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, ‘হরঘর লাখপতি’ স্কিমে অপ্রাপ্তবয়স্করাও সুবিধা পাবেন। এর মেয়াদ ৩ বছর। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেকারিং ডিপোজিটে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেকারিং ডিপোজিটে ৩-৫ বছরের বেশি সময় ধরে ৬.৭৫ শতাংশ হারে সুদ দেয়। পাশাপাশি, প্রবীণ নাগরিকদের একই সময়ের জন্য ৭.২৫ শতাংশ সুদ দেয়। আর যদি কোনো এস বি আই ব্যাঙ্ক কর্মী এই স্কিমে বিনিয়োগ করেন তাহলে ৮ শতাংশ পর্যন্ত সুদ পাবেন।
এই স্কিমের ফলে তিন বছরের মধ্যে ১ লক্ষ টাকা পেতে হলে প্রতি মাসে ২৫০০ টাকা সঞ্চয় করতে হবে। এক্ষেত্রে সুদ নেওয়ার পরে ম্যাচিউরিটিতে ১ লক্ষ টাকা পাবেন। যদি কোন গ্রাহক ১০ বছরের মেয়াদ নেয় তাহলে তাঁকে প্রতি মাসে শুধুমাত্র ৫৯১ টাকা বিনিয়োগ করতে হবে। গ্রাহকরা তাঁদের নিকটস্থ এসবিআই শাখায় গিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। এছাড়াও, এই স্কিমে কিস্তি দিতে দেরি হলে প্রতি মাসে জরিমানা নেওয়া হবে। স্কিমের অধীনে, প্রতি ১০০ টাকায় দেড় টাকা থেকে দু টাকা ফি নেওয়া হতে পারে। বিনিয়োগকারী পরপর ছয়টি কিস্তি মিস করলে, তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে এবং জমা অর্থ স্থানান্তরিত করা হবে সেভিংস অ্যাকাউন্টে।