বেলুড়ে স্বামীজী স্মরণ

জেলা রাজ্য সংস্কৃতি

নিউজ পোল ব্যুরো: ভারতীয় সমাজ ও ধর্মীয় সংস্কৃতির অন্যতম প্রেরণাদায়ক পুরুষ, স্বামী বিবেকানন্দ। তাঁর জীবন ও আদর্শে আজও উদ্বুদ্ধ হয়ে চলেছে অগণিত মানুষ। সেই মহান আত্মার ১৬৩ তম জন্মজয়ন্তী এবং জাতীয় যুব দিবসের ৪১তম বর্ষ উপলক্ষে ১২ জানুয়ারি, বেলুড় মঠে দিনভর ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন ভোর থেকেই মঠে ভক্তদের ভিড় জমে ওঠে। একদিকে মঙ্গলঘট পুজোর মধ্যে দিয়ে দিন শুরু হয়। অন্যদিকে, স্বামীজির জীবনী, দর্শন এবং আদর্শকে কেন্দ্র করে দিনভর চলছে নানান অনুষ্ঠান।

ভোর পাঁচটায় স্বামী বিবেকানন্দ মন্দিরে মঙ্গলারতির মাধ্যমে পুজোপাঠের সূচনা হয়। মঠের পরিবেশ তখন গভীর ভক্তি ও শ্রদ্ধায় পূর্ণ। মন্দির চত্বর ভক্তদের মন্ত্রোচ্চারণ ও সঙ্গীতের সুরে মুখরিত হয়ে ওঠে। সকাল থেকেই বিভিন্ন স্কুল, ক্লাব এবং বেলুড়মঠের শাখা সংগঠনের পক্ষ থেকে প্রভাত ফেরির আয়োজন করা হয়। পড়ুয়ারা ও যুব সম্প্রদায় স্বামী বিবেকানন্দের ছবি হাতে নিয়ে গর্বের সঙ্গে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রার মধ্য দিয়ে তাঁরা স্বামীজির বাণী এবং গান পরিবেশন করেন। মঠে পৌঁছে ঠাকুর দর্শন করেন এবং মন্দির চত্বরে প্রণাম করেন। মূল মন্দিরের বাঁদিকে একটি অস্থায়ী মণ্ডপে স্বামী বিবেকানন্দকে কেন্দ্র করে নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেদপাঠ, ভজন, ভক্তিগীতি, স্তবগীতি, এবং স্বামীজির জীবনী পাঠ এখানে অনুষ্ঠিত হয়। দুপুর তিনটায় ধর্মসভা আয়োজন করা হয়, যেখানে স্বামীজির আদর্শ ও দর্শন নিয়ে আলোচনা করা হয়। সন্ধ্যায় সন্ধ্যারতির মাধ্যমে দিনের পরিসমাপ্তি ঘটবে।

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী এবং জাতীয় যুব দিবস উদযাপনের মধ্য দিয়ে নতুন প্রজন্ম তাঁর দর্শন ও মূল্যবোধ সম্পর্কে শিক্ষিত হয়। তাঁর জীবন থেকে শিক্ষা গ্রহণ করে মানুষ নিজেদের জীবনে নতুন দিশা খুঁজে পায়।